নেই ‘ঘ্যাম’, মাথানত করে বিশ্বজয়ী ভারতীয় মেয়েদের অভিবাদন নীরজের, ভাইরাল ভিডিয়ো
ফাইনালের আগে ‘ভোকাল টনিক’ দিয়েছিলেন। বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অনূর্ধ্ব-১৯ মেয়েদের মাথানত করে অভিবাদনও জানালেন নীরজ চোপড়া। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অলিম্পিক্সে সোনাজয়ী যেভাবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের সম্মান জানিয়েছেন, তাতে মুগ্ধ হয়ে গিয়েছে নেটপাড়া।
রবিবার পোচেফস্ট্রুমের জেমবি মার্কস ওভালে বসে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখেন নীরজ। ভারতীয় দলের তরফে যে জামা দেওয়া হয়েছিল, সেটাই পরে খেলা দেখেন। ভারতের জয়ের পর মাঠেও চলে আসেন নীরজ। যিনি অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ব্যক্তিগত সোনা জয়ের নজির গড়েছেন (টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিন থ্রো চ্যাম্পিয়ন)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি হাতে যখন আসছিলেন শেফালি বর্মা, তিতাস সাধুরা, তখন হাততালি দিতে-দিতে মাঠে ঢুকে আসেন সোনার ছেলে নীরজ। ভারতীয় খেলোয়াড়দের মাথানত করে অভিবাদন জানান। মুখে লেগে ছিল একরাশ হাসিও। ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে হাত মেলান। শেফালিকে আলিঙ্গন করেন। তারইমধ্যে নীরজকে বিশ্বকাপ ট্রফি দেখাতে থাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শেফালি।
আরও পড়ুন: U19 T20 World Cup 2023: ‘চক দে’ U19 ফাইনালে, যে দেশে WC ফাইনাল হারেন, সেখানেই ১৮ বছর পর জয় কোচ নুশিনের
সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োর মুহূর্তের কোলাজ দেখে বোঝা যাচ্ছিল যে কয়েক ঘণ্টার পরিচয়ে কীভাবে ভারতীয় মেয়েদের সঙ্গে নীরজের সম্পর্ক মজবুত হয়ে উঠেছে। নেটিজেনরাও নীরজের হাসি ও মানসিকতায় মুগ্ধ হয়েছেন। তেমনই এক নেটিজন বলেছেন, ‘নীরজ চোপড়া পুরোপুরি কিংবদন্তি। কীভাবে কেউ তাঁকে না ভালোবেসে থাকতে পারেন? যখনই ওঁকে দেখি, তখনই ব্যাখ্যাতীত আনন্দ পাই। ওঁর থেকে আরও একটি অলিম্পিক্স সোনা দেখতে চাই।’
তারইমধ্যে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানান নীরজ (যে কোনও পর্যায়ে ভারতীয় মহিলা দলের প্রথম বিশ্বকাপ জয়)। সৌম্যা তিওয়ারির জয়সূচক শটের পর ভারতীয় দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসের ভিডিয়ো টুইটারে পোস্ট করে অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ লেখেন, ‘স্ট্যান্ড থেকে এই মুহূর্তের সাক্ষী থেকে দারুণ লাগছে। ইতিহাস তৈরির জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে অভিনন্দন।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here