নেইমারের প্রতি অগাধ ভালোবাসা, নিজের সব সম্পত্তি তারকা ফুটবলারকে লিখে দিলেন ভক্ত
শুভব্রত মুখার্জি: সারা বিশ্বজুড়ে ফুটবল তারকাদের অগণিত ভক্ত রয়েছে। ফুটবলারদের প্রতি তাঁদের ভালোবাসা অগাধ। প্রিয় তারকার জন্য তাঁরা পারেন না এমন কোন কাজ মনে হয় নেই। তবে এক ব্রাজিল ভক্ত সম্প্রতি যা করলেন তার নজির খুঁজে পাওয়া মনে হয় একেবারেই অসম্ভব।
বর্তমান ব্রাজিল দলের তারকা নেইমারের প্রতি ভালোবাসা থেকে নিজের সব সম্পত্তি তাঁকে দিয়ে দিলেন ভক্ত। নিজের সম্পত্তি নেইমারকে লিখে দিলেন তিনি। ফুটবলের প্রতি ভালোবাসা, তারকার প্রতি ভালোবাসা বা বলা যায় খেলাটার প্রতি আবেগ নেইমারের সঙ্গে পরিচয় করিয়েছিল এই ভক্তের। এরপর যত দিন গেছে ব্রাজিলিয়ান তারকার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছেন তিনি। নেইমারকে ভালোলাগার মাত্রাটা এখন বাঁধনহারা। ফলে নিজের সব সম্পত্তি পিএসজি স্ট্রাইকারকে উইল করে লিখে দিলেন ওই ভক্ত।
তারকা ফুটবলার নেইমারের ধন সম্পত্তির কোনও অভাব নেই। তবে এই যে অর্থ-সম্পত্তির মালিক হলেন নেইমার যা তাঁকে ভালোবাসার দান হিসেবে দিলেন ভক্ত তার জুড়ি মেলা ভার। কতটা একজন তারকাকে ভালোবাসলে পরে নিজের সব কিছু দিয়ে যাওয়ার মতো ভাবনা কারো মাথায় আসে তা নিয়েই জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন:- ICC CWC Qualifier 2023: সুপার সিক্সের আগে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার, পরিবর্ত খুঁজে নিল দ্বীপরাষ্ট্র
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর সম্পত্তি দিয়ে যেতে নেইমার ছাড়া আর কাউকে তিনি খুঁজে পাননি। তিনি জানিয়েছেন, ‘আমি ওকে (নেইমারকে) পছন্দ করি। ওকে আমি খুব ভালোভাবে চিনি। ওর মতন আমিও জীবনে অনেক অপবাদ সয়েছি। আমিও পরিবারকেন্দ্রীক একজন মানুষ। ওর বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমাকে নিজের বাবার সঙ্গে আমার সম্পর্কের অনেক কিছু মনে করিয়ে দেয়। আমার বাবা মারা গিয়েছেন।আমার শরীরের অবস্থাও ভালো নয়। এই কারণে, আমি দেখলাম যে আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক। আর ওতো (নেইমার) আমার ভালোবাসার মানুষ। তাই সব সম্পত্তি ওঁকে লিখে দিলাম।’
আরও পড়ুন:- TNPL 2023: হরির লুটের মতো উইকেট কুড়োলেন মাদুরাইয়ের সব বোলার, নটরাজনদের হেলায় হারালেন ওয়াশিংটনরা
ওই ভক্ত জানান, ‘আমি জানি, সবচেয়ে বড় কথা হল নেইমার লোভী নন। এখনকার দিনে বিষয়টি বিরল। আগেও নেইমারকে সম্পত্তি দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে সেবার পারিনি।’ ৩০ বছর বয়সী ওই ভক্ত এবার উইলের মাধ্যমে বৈধ উপায়ে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি নেইমারকে লিখে দিলেন। উল্লেখ্য বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের অন্যতম নেইমার। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ ডলার আয় করবেন তিনি।
For all the latest Sports News Click Here