নুসরতের ছেলের বাবার নাম প্রকাশ্যে, বার্থ সার্টিফিকেটে উল্লেখ ঈশানের পিতৃপরিচয়
গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল নুসরত জাহান অন্তঃসত্ত্বা।তারপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিতর্ককে পাত্তা দেননি তিনি। গত ২৬শে অগস্ট পুত্র সন্তানের জননী হন নুসরত জাহান রুহি। অবশেষে প্রকাশ্যে এল তাঁর ছেলের বাবার নাম। কলকাতা পুরসভার সার্টিফিকেটে লেখা রয়েছে নুসরতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। একটু স্মৃতিতে জোর দিলেই নামটি শোনা লাগবে, মাস কয়েক আগেই ভোটের হলফনামা জমা দেওয়ার সময় যশ উল্লেখ করেছিলেন তাঁর প্রকৃত নাম, দেবাশিস দাশগুপ্ত। পুরসভার রেকর্ড অনুযায়ী, নুসরত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত।
কলকাতা পুরসভার রেকর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে নুসরতের সন্তানের বাবা, যশ দাশগুপ্তই। উল্লেখ্য গত সপ্তাহেই কলকাতা পুরসভায় হাজির হয়েছিলেন ‘যশরত’। সেইসময়ই মনে করা হয়েছিল ঈশানের জন্মের শংসাপত্র সংক্রান্ত জট কাটাতেই পুরসভায় হাজির হয়েছেন নুসরত ও যশ। সেইসময় অবশ্য এই বিষয় নিয়ে মুখ খোলেননি দুজনেই, জানিয়েছিলেন করোনা টিকা নিতে পুরসভায় এসেছেন তাঁরা।
গর্ভবতী নুসরতকে সারাক্ষণ আগলে রেখেছিলেন সঙ্গী যশ দাশগুপ্ত, সেই ছবিটা সকলেই দেখেছে। সন্তানের জন্মের সময় সারাক্ষণ নুসরতের পাশে ছিলেন সঙ্গী যশ দাশগুপ্ত। যশের সঙ্গে মিলিয়েই নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান (Yishaan)। সম্প্রতি এক প্রমোশ্যানাল ইভেন্টে হাজির হয়ে সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই সপাটে নায়িকার জবাব ছিল, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’।
অন্যদিকে কয়েকদিন আগেই ‘চিনে বাদাম’-এর শ্যুটিং সেটে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন খুদেকে কী নামে ডাকছেন তিনি। অভিনেতার কথায়, আমি ঈশান নামেই ডাকছি। এই নামটা আমি আর নুসরত মিলে একসঙ্গে ঠিক করেছি। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে- অংশ’।
For all the latest entertainment News Click Here