নীল পেয়েছে ‘অযোগ্য় স্বামী’র তকমা, ‘ইচ্ছে পুতুল’-এর মেঘের জীবনে এল নতুন নায়ক
মেঘ আর ময়ূরী দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার মেগা ‘ইচ্ছে পুতুল’। বর্তমানে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে থেকেও ভালো টিআরপি আনছে এই সিরিয়াল। মেঘের প্রতিবাদী রূপ বেশ পছন্দ করছে দর্শক, একইভাবে নায়ক থেকে খলনায়ক হয়ে উঠেছে নীল। এই সিরিয়ালের দর্শকরা ভালোভাবেই জানেন, এই ধারাবাহিকে নায়িকা মেঘের শত্রু তার নিজের দিদি ময়ূরী। এমনকি ময়ূয়ীর শয়তানি বুদ্ধি দেখলে তাঁরা যে সদোহর এমনটা বিশ্বাস করতে বেগ পেতে হয় দর্শকদের। দিদি ময়ূরীর চক্রান্তে ছোট থেকেই বহু সমস্যার মুখে পড়তে হয়েছে মেঘকে।
এমনকি মেঘের স্বামী নীলকে পেতে মরিয়া ময়ূরী। তাই তো ছোট বোনের সংসার ভেঙেছে সে। অন্যদিকে বউকে ভুল বুঝতে ওস্তাদ নীল, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দু-জনের পথ এখন আলাদা। সময়ের সঙ্গে সঙ্গে মুখচোরা মেঘ এখন বদলে গিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সে। এমনকি কলেজের প্রফেসর হয়েও অন্য ছাত্রছাত্রীদের সামনে মেঘকে অপমান করতে ছাড়ছে না নীল। যা দেখে নীলকে ‘অযোগ্য’, ‘স্পাইনেস’ তকমা দিয়েছেন নেটিজেনরা। মেঘকে কলেজের ট্যালেন্ট হান্ট শো-তে গান গাইতে দিতেও রাজি নয় নীল। তবে নাছোড়বান্দা মেঘ, এই সবের মাঝেই সামনে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা গেল সিরিয়ালে এন্ট্রি হয়েছে নতুন হিরোর।
স্টেজে গান গাইতে গাইতে আচমকাই মাথা ঘুরে যাবে মেঘের, তখনই মেঘকে রক্ষা করবে নতুন নায়ক। যা দেখে জ্বলে-পুড়ে যাবে দর্শকাসনে বসা নীল। মনে মনে বলবে- ‘আমার প্রয়োজন বোধহয় এবার সত্যিই ফুরিয়ে এসেছে’। তারপরই চেয়ার ছেড়ে উঠে যাবে সে। অন্যদিকে মঞ্চে মেঘের সঙ্গে গানে গলা মেলাবে সেই আগন্তুক। প্রসঙ্গত, এই সিরিয়ালে লিড রোলে অভিনয় করছেন তিতিক্ষা দাস, শ্বেতা মিশ্র এবং মৈনাক বন্দ্যোপাধ্য়ায়য
প্রসঙ্গত, ইচ্ছে পুতুল-এ মেঘের জীবনের এই নতুন মানুষ হিসাবে এন্ট্রি হয়েছে অভিনেতা শমীক চক্রবর্তী। এর আগে ‘ফেলনা’, ‘গোধূলি আলাপ’-এর মতো সিরিয়ালের অংশ থেকেছেন শমীক। নতুন ভূমিকায় তাঁকে দেখতে এক্সাইটেড অনুরাগীরা।
নতুন প্রোমো দেখে বেজায় খুশি দর্শক। এক নেটিজেন লেখেন- ‘এটাই হওয়া উচিত ছিল। নীল স্বামী হওয়ার অযোগ্য, মেঘ নতুন মানুষকে নিয়ে খুশি থাকুক’। অপর একজন লেখেন, ‘নীলের মতো ছেলের সঙ্গে সংসার করা সম্ভব নয়। ঠিক হয়েছে, খুব মানাচ্ছে দুজনকে’।
For all the latest entertainment News Click Here