নীল-তৃণা, রাহুল-প্রিয়াঙ্কার মতো কি ফের কাছাকাছি আসছেন শাকিব-অপু?
টলি পাড়ার মতোই ঢালিউডেও যেন বিচ্ছেদের পর সম্পর্ক জোড়া লাগার ঘটনা দেখা যাচ্ছে। এই তো মাত্র কিছুদিন আগেই এপার বাংলার বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার নিজেদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে নিয়েছেন। তাঁরা আবার তাঁদের ছেলে সহজের জন্য নিজেদের সম্পর্ককে সহজ করে তুলেছেন। একসঙ্গে থাকছেন। এছাড়া ছোটপর্দার জনপ্রিয় জুটি নীল তৃণার বিচ্ছেদের যে খবর শোনা যাচ্ছিল সেটাকেও মিথ্যে প্রমাণ করে ফের কাছাকাছি এসেছেন তাঁরা। এবার তেমনই কিছুর আভাস মিলল ওপার বাংলাতেও। বাংলাদেশের অন্যতম বিখ্যাত তথা চর্চিত অভিনেতা শাকিব খান নাকি তাঁর প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে নিতে চলেছেন। তেমনই অনন্ত শোনা যাচ্ছে।
কিছুদিন আগেই ইদে শাকিব এবং অপুর দুটো ছবি ওই দেশে মুক্তি পেয়েছে। নিজেদের প্রচারের সময় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এখানেই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি আর শাকিব কি আবার একসঙ্গে থাকতে চলেছেন? পুনরায় এক হবেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে কী জানালেন অপু?
অভিনেত্রীর কথায়, ‘এক হওয়ার কথা বলবেন দর্শকরা। আর আমরা এক হবো কিনা সেটা লুকোছাপার তো কিছু নেই। আমি সব কথাই সবার সঙ্গে ভাগ করি নিই।’
তবে আগামীতে আবার শাকিবের সঙ্গে অপু ঘর বাঁধবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তিনি এই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা জিইয়ে রাখলেও নিজেদের সম্পর্কের শুরুর কথা মনে করলেন। বললেন, ‘আমরা যে ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলাম সেখানে ওকে আমি ভাই বলে ডেকেছিলাম। বিয়ের পর সেই কথা মনে পড়লেই হাসি পেত।’
বর্তমানে শাকিব তাঁর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সঙ্গে থাকেন। শবনম সবসময় তাঁর স্বামীকে সাপোর্ট করে এসেছেন। পাশে থেকেছেন। সম্প্রতি যখন শাকিবের নামে এক প্রযোজক ধর্ষণের মামলা আনেন তখন শবনম স্বামীর পাশেই ছিলেন।
এখন আগামীদিনে তাঁদের তিনের সম্পর্ক কোন দিকে যায় সেটাই দেখার। তবে আপাতত শাকিব সেই ধর্ষণ মামলায় ফেঁসে আছেন।
For all the latest entertainment News Click Here