নীল-তৃণার সম্পর্কে ভাঙন? দু’জনে নাকি পরস্পরকে বলছেন ‘আর যেন দেখা না হয়’
নীল ভট্টাচার্য আর তৃণা সাহার মধ্যে ভাঙনের আভাস নাকি? দু’জনে নাকি পরস্পরকে বলেও দিয়েছেন ‘আর যেন দেখা না হয়’। তবুও এই খবরে দুঃখের চেয়ে বেশি আনন্দ হচ্ছে অনেকের। কারণটা কী?
আসলে এই ভাঙন, মোটেই বাস্তবের ভাঙন নয়। এটি একেবারে পর্দার ভাঙন। তবে ভাঙন যখন হচ্ছে, তখন নিশ্চয়ই তার আগে জোড়ার গল্পও আছে। হ্যাঁ, আর সেটিই অনুরাগীদের কাছে আনন্দসংবাদ। বাস্তবের জুটি এ বার পর্দাতেও আসছে। তাঁরা জোট বাঁধছেন ‘আর যেন দেখা না হয়’ নামের মিউজিক ভিডিয়োর জন্য। বাংলা নতুন বছরে তার ঝলকও প্রকাশিত হল।
কুন্তল দে’র সুরে ঈশান মিত্র গেয়েছেন বিরহের গান ‘আর যেন দেখা না হয়’। সেখানেই নীল আর তৃণা একসঙ্গে। তবে তৃণা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি তাঁদের বিয়ের আগের কাজ। অতিমারির কারণে আটকে ছিল। সব স্বাভাবিক হওয়ায় এ বার মুক্তি পেতে চলেছে।
তৃণার দাবি, বিরহ দর্শক-শ্রোতাদের বেশি পছন্দের। এই ধরনের গান মনে ছাপ ফেলে বেশি। তাই নাকি তাঁরা এই ধরনের গানে রাজি হয়েছেন।
এই মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে আছেন সৌম্যজিৎ আদক।
এখান থেকেই প্রশ্ন উঠেছে, এর পরে কি বড়পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখা যাবে? তৃণার উত্তর, তাঁরা নাকি চাইছেন। তবে দু’জনের হাতেই কাজের চাপ রয়েছে। সে সব সামলানোর পরে তাঁরা বড়পর্দায় জুটি বাঁধতে চান।
যদিও সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলের ছবিতে তৃণা কাজ করতে চলেছেন। নীলের সঙ্গে বড়পর্দায় কাজের বিষয়টি নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। অনুরাগীদের আশা এই ‘ভাঙন’ পর্বের রেশ কাটতে না কাটতেই আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের।
For all the latest entertainment News Click Here