নীলের সঙ্গে সত্যি সত্যিই বিচ্ছেদ হল তৃণার? হাত ধরলেন কৌশিকের?
কিছুদিন ধরে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছিল নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার নাকি বিচ্ছেদ হতে চলেছে। তাঁদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। এমন গুজবের মূল হেতু ছিল তাঁদের আর তেমন একসঙ্গে দেখা যাচ্ছিল না। না তাঁরা একত্রে রিলস বানাচ্ছিলেন, না কোথাও ছবি দিচ্ছিলেন। তার মধ্যে আবার বিবাহবার্ষিকী থেকে তৃণার এবারের জন্মদিন সবই আলাদা আলাদা কাটান তাঁরা। যদিও বিশেষ অকেশনে তাঁদের একত্রে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। কিন্তু তাতে কি আর মানুষের মুখ বন্ধ হয়। এমন আলোচনার মাঝেই ফের গুঞ্জন উস্কে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। এবার তাঁর সঙ্গী হলেন কৌশিক রায়। ভাবছেন বিষয়টা ঠিক কি?
নিন্দুকদের আলোচনা সত্য করে সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃণা, কৌশিক। তবে বাস্তবে নয়, পর্দায়। তাঁদের এখন একত্রে বালিঝড় ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে ইন্দ্রাশিস রায়ও আছেন। এঁদের মধ্যে ত্রিকোণ সম্পর্ক দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। খড়কুটো ধারাবাহিকের পর এখানে এবার জুটি বেঁধেছেন তৃণা এবং কৌশিক।
এই ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃণা ওরফে ঝোরা ইন্দ্রাশিস ওরফে স্রোতকে ভালোবাসে। তাঁরা সহপাঠী। কিন্তু তাঁর ‘মন্ত্রী’ বাবা সেই সম্পর্ক কিছুতেই মানতে চাইছেন না। তিনি তাঁর সেক্রেটারি কৌশিক ওরফে মহার্ঘ্যর সঙ্গে বিয়ে ঠিক করেন মেয়ের। আর সেই চিত্রনাট্য অনুযায়ী তৃণা আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও শেষ পর্যন্ত মালাটা তিনি কৌশিককে পরাবেন নাকি ইন্দ্রাশিসকে সেটা এখনও জানা যায়নি।
এর আগেও অবশ্য কৌশিককে পর্দায় বিয়ে করেছিলেন তৃণা। খড়কুটো ধারাবাহিকে গুনগুনের সঙ্গে বিয়ে হয়েছিল সৌজন্যের। এবার সেই বিষয়ে স্মৃতিচারণ করে কৌশিক নিজেই মজা করে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘আবার বিয়ে!’
যদিও বালিঝড় ধারাবাহিকে তাঁদের বিয়ে কবে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু সেই পর্বের শ্যুটিং যে শুরু হয়ে গিয়েছে সেই খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here