নীলাঞ্জনার সঙ্গে কবে ডিভোর্স হচ্ছে? জবাব যিশুর, ফাঁস করলেন নিজের যৌন প্রবৃত্তি
টলিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে এখন মুম্বইয়ে তাঁর প্রতিপত্তি জমজমাট। দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন তিনি। বাংলার যিশু সেনগুপ্ত এখন আক্ষরিক অর্থেই জাতীয় স্তরের অভিনেতা। আজকাল আর টলিগঞ্জে খুব বেশি দেখা যায় না তাঁকে, সদ্যই মুক্তি পেয়েছে যিশু অভিনীত ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে যিশু। যৌন সুবিধে নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে, নিঃসন্দেহে ডার্ক শেডের চরিত্রে এই সিরিজে দেখা গিয়েছে তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু বলেন- ‘আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না’। যিশুর এই মন্তব্যে শুরু হয় শোরগোল, দর্শক মনে প্রশ্ন তবে কি সবকিছু ঠিক নেই যিশু-নীলাঞ্জনার দাম্পত্যে?
যিশুর ব্যক্তিগত জীবনে সেভাবে কোনওদিন বিতর্ক ঘর করেনি। স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে সুখী গৃহকোণ তাঁর। এর মাঝেই আচমকা ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখোমুখি নায়ক! আসলে সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ না হলেও ৪৬ বছর বয়সী যিশুকে নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকদের মনে। গুগলে যিশুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন হল, ‘যিশু সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে?’ এই প্রশ্ন শুনেই ভিরমি খেলেন নায়ক। তবে রাখঢাক না রেখেই দিলেন জবাব। যিশু জানান, ‘আমি কেন ডিভোর্স নিতে যাব? আমি বিবাহিত, যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কী! এবং প্লিজ না, আমার ডিভোর্স হচ্ছে না।’
পর্দায় ‘খারাপ স্বামী’ হলেও বাস্তবে কিন্তু নীলাঞ্জনাকে চোখে হারান যিশু। ‘প্রথম প্রেম নীলাঞ্জনা’কে আগলে দাম্পত্য জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন নায়ক। ২০০৪ সালে প্রেমিকা নীলঞ্জনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন যিশু। ব্যক্তিগত জীবন নিয়ে ‘গুগলের গুগলি’ এখানেই থামেনি। ফিবার এফএমের ওই ভিডিয়োয় নিজের যৌন প্রবৃত্তি স্পষ্ট করেন যিশু। তিনি বলেন, ‘আমি স্ট্রেট… একদম আমি স্ট্রেট’।
যিশু কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন? প্রশ্ন পড়েই হাঁ নায়ক। বলেন-‘এটা কি মজা হচ্ছে? মোটেই নয়। প্লাস্টিক সার্জারি করতে প্রচুর টাকা লাগে। আমি ৪০-এর পরে এসে সবে রোজগার করা শুরু করেছি।’ নিজের মোট সম্পত্তির পরিমাণও খোলসা করলেন না নায়ক। জানালেন, ‘আমি সবে একটা প্রপার্টি কিনেছি। হাতে টাকা-পয়সা নেই, খুব খারাপ অবস্থা। সেটা (নেট সম্পত্তির পরিমাণ) বলা যাবে না। ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে তো’।
তিনি ভালো অভিনেতা কিনা, গুগলের কাছে দর্শক এই প্রশ্ন রাখায় বেশ হয়রান নায়ক। বলেই বসলেন- ‘আমার ১০০টার উপর ছবি হয়ে গেছে, আর আপনারা গুগলকে জিগ্গেস করছেন আমি ভালো অভিনেতা কিনা?’ অন্যদিকে ডিভোর্স নিয়ে চর্চার জেরেও বেজায় সারপ্রাইজ তারকা। তবে এমন কোনও সম্ভাবনা নেই তা স্পষ্ট করেছেন।
For all the latest entertainment News Click Here