নিয়ম রক্ষার তৃতীয় ODI-তে সুযোগ পেতে পারেন রুতুরাজরা, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরেছে ভারত। এই অবস্থায় নিয়ম রক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচের প্রথম একাদশে বেশ কয়েকটি রদবদল করতে পারে টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে ভারতের সামনে। তবে যেহেতু কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ান ডে সিরিজ খেলছেন ধাওয়ানরা, তাই সিনিয়র তারকারা ফিরে এলে বর্তমান স্কোয়াডের অনেককেই ছিটকে যেতে হবে জাতীয় দল থেকে।
সেই নিরিখে সুযোগের অপেক্ষায় রিজার্ভ বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের মাঠে নামানোর এমন আদর্শ মঞ্চ ভারতীয় টিম ম্যানেজমেন্ট হাতছাড়া করতে চাইবে বলে মনে হয় না। সুতরাং, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংরা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে যেতে পারেন।
পরিবর্তন করার জায়গা রয়েছে বেশ কয়েকটি। প্রথমত, ওপেনে রুতুরাজকে খেলানো হতে পারে শুভমন গিলের জায়গা। গিল প্রথম ২ ম্যাচেই রান পেয়েছেন। সুতরাং, তাঁকে পরীক্ষিত বলা যায়। স্যামসনকে বসিয়ে ইশান কিষাণকে খেলানো হতে পারে। অবশ্য স্যামসনকে ধরে রেখে ওপেনার হিসেবে ইশানকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:- ভিডিয়ো: ব্যাটসম্যানকে বোকা বানিয়ে নিজের বলেই দুর্দান্ত ক্যাচ ধরলেন উমেশ যাদব
জাদেজা প্রথম ২ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে তৃতীয় ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে এখনও কোনও আপডেট দেয়নি বিসিসিআই। জাদেজা ফিট হয়ে উঠলে তাঁকে অক্ষর প্যাটেলের বদলে মাঠে নামানো হয়ে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে ভারতকে জিতিয়েও মাঠের বাইরে চলে যেতে হতে পারে অক্ষরকে।
পেস বোলিং আক্রমণে প্রসিধ কৃ্ষ্ণাকে ফেরানো বা অর্শদীপ সিংকে মাঠে নামানোর সুযোগ রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে। এক্ষেত্রে অভিষেক ম্যাচে যথেচ্ছ রান খরচ করা আবেশকে বসাতে পারে ভারত।
ব্যাটিং লাইনআপে ক্য়াপ্টেন ধাওয়ানের সঙ্গে শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব ও দীপক হুডার জায়গা কার্যত নিশ্চিত। যুজবেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুরকেও ধরে রাখতে পারে ভারত।
আরও পড়ুন:- ক্রিকেটের মানচিত্রে ঢুকে পড়ল দ্রোগবার আইভরি কোস্ট, ICC-র সদস্যপদ পেল এশিয়ার আরও ২টি দেশ
উল্লেখ্য, ওয়ান ডে সিরিজের শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরবেন সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরজ, শার্দুল ঠাকুররা। কেননা ভারতের টি-২০ স্কোয়াডে তাঁদের জায়গা হয়নি।
ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল/রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্কুমার যাদব, দীপক হুডা, সঞ্জু স্যামসন/ইশান কিষাণ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল/রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং/আবেশ খান।
For all the latest Sports News Click Here