নিয়ম মেনে লক্ষ্যপূরণ, অভিনব উপায়ে নন-স্ট্রাইকার ব্যাটারদের শিক্ষা দিলেন ফিলিপস
মানকাডিং বিতর্কে জল ঢালার উপায় আবিষ্কার করলেন গ্লেন ফিলিপস। নিয়ম মেনেও কীভাবে লক্ষ্যপূরণ করা যায়, নন-স্ট্রাইকার ব্যাটসম্যানদের শিক্ষা দিলেন কিউয়ি তারকা। সকলকে দেখিয়ে দিলেন, কীভাবে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হওয়া থেকে বাঁচা যায়। ফিলিপসের দেখানো পথে হাঁটলে মানকাডিং নিয়ে দীর্ঘদিনের বিতর্কে বাস্তবিকই ইতি পড়তে পারে।
আসলে শ্রীলঙ্কা ম্যাচে নন-স্ট্রাইকে ব্যাট করার সময় গ্লেন ফিলিপসকে স্প্রিন্টারদের মতো উবু হয়ে রেডি থাকতে দেখা যায়। তাঁর সতর্ক নজর ছিল বোলারের দিকে। বোলার ডেভিভারি সম্পন্ন করা মাত্রই তিনি দৌড়ে বেরিয়ে যাচ্ছিলেন ক্রিজ ছেড়ে। ফলে তাঁকে মানকাডিং করার কোনও সুযোগই থাকছিল না বোলারদের কাছে।
আরও পড়ুন:- NZ vs SL: টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ১০ জন, সবার থেকে আলাদা ফিলিপসের শতরান, কেন জানেন?
নন-স্ট্রাইকার ব্যাটসম্যানদের সচরাচর দ্রুত রান সম্পন্ন করার আশায় বোলার বল ছাড়ার আগেই ক্রিজ ছাড়তে দেখা যায়। এক্ষেত্রে বাড়তি সুবিধা না নিয়েও ফিলিপস দ্রুত রান সম্পন্ন করার রাস্তা খুঁজে বার করেন। সঙ্গত কারণেই ফিলিপসের এমন কাণ্ড ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আইসিসিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্প্রিন্টারদের মতো ফিলিপসের মানকাডিং-বিরোধী স্টান্সের ভিডিয়ো।
ফিলিপস শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত একক দায়িত্বে নিউজিল্যান্ডকে জয়ের মঞ্চে বসিয়ে দেন। একসময় ১৫ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৬৭ রান তোলে ফিলিপসের শতরানের সুবাদেই। ফিলিপস ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ১০৪ রান করে আউট হন।
আরও পড়ুন:- NZ vs SL: জঘন্য ফিল্ডিংয়ে হার শ্রীলঙ্কার, ফিলিপসের একার রানই টপকাতে পারল না দ্বীপরাষ্ট্র
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১০২ রানে অল-আউট হয়ে যায়। ৬৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গ্লেন ফিলিপস।
For all the latest Sports News Click Here