নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন পূজারা, রঞ্জিতে বড় জয় অন্ধ্র, গোয়া, তামিলনাড়ুর
রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে কোন দল কেমন পারফর্ম্যান্স উপহার দিল, একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। ব্যক্তিগত পারফর্ম্যান্সে কারা নজর কাড়লেন, চোখ রাখা যাক সেদিকেও।
হিমাচলপ্রদেশ বনাম নাগাল্যান্ড: প্রকৃতি বেঁকে বসায় নিশ্চিত জয় হাতছাড়া হয় হিমাচলের। হিমাচলপ্রদেশের ৩৪৬ রানের জবাবে নাগাল্যান্ড প্রথম ইনিংসে ২৩৩ রান তোলে। হিমাচল তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৩ উইকেটে ২৬৩ রানে। জয়ের জন্য ৩৭৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা নাগাল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৩১ রান তোলে। মন্দ আবহাওয়ায় শেষ দিনের খেলা পরিত্যক্ত হয়। ম্য়াচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট সংগ্রহ করে হিমাচল। ১ পয়েন্ট পায় নাগাল্যান্ড।
বরোদা বনাম উত্তরাখণ্ড: মন্দ আবহাওয়ায় চতুর্থ দিনের খেলা ভেস্তে যাওয়ায় ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসে এগিয়ে থেকে ৩ পয়েন্ট পকেটে পোরে উত্তরাখণ্ড। ১ পয়েন্ট সংগ্রহ করে বরোদা। প্রথম ইনিংসে বরোদা অল-আউট হয় ৮৬ রানে। উত্তরাখণ্ড তাদের প্রথম ইনিংসে ১৯৯ রান তোলে। দ্বিতীয় ইনিংসে বরোদা ৭ উইকেটে ৩৩৬ রান তোলে।
কেরল বনাম কর্ণাটক: ড্র ম্যাচ থেকে কর্ণাটক ৩ পয়েন্ট সংগ্রহ করে। কেরল ১ পয়েন্ট পকেটে পোরে। কেরলের ৩৪২ রানের জবাবে কর্নাটক ৯ উইকেটে ৪৮৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। কেরল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৬ রান সংগ্রহ করলে ম্যাচ ড্র ঘোষিত হয়।
রেলওয়েজ বনাম চণ্ডীগড়: ড্র ম্যাচ থেকে ৩ পয়েন্ট পকেটে পোরে চণ্ডীগড়। রেলওয়েজের ৩৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চণ্ডীগড় ৮ উইকেটে ৪৮৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। রেলওয়েজ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭১ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়।
জম্মু-কাশ্মীর বনাম ত্রিপুরা: ড্র ম্যাচ থেকে দু’দল ১ পয়েন্ট করে সংগ্রহ করে। জম্মু-কাশ্মীর তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৬ উইকেটে ৪৪৬ রানে। পালটা ব্যাট করতে নেমে ত্রিপুরা ৪ উইকেটে ৭৬ রান তোলে। মন্দ আবহাওয়ায় শেষ দিনের খেলা ভেস্তে যায়। দু’দলের প্রথম ইনিংস শেষ না হওয়ায় ১ পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জম্মু-কাশ্মীর ও ত্রিপুরাকে।
অন্ধ্রপ্রদেশ বনাম সৌরাষ্ট্র: অন্ধ্র ১৫০ রানে পরাজিত করে সৌরাষ্ট্রকে। অন্ধ্রর ৪১৫ রানের জবাবে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে অল-আউট হয় ২৩৭ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৭৮ রানে এগিয়ে থাকা অন্ধ্র ৭ উইকেটে ১৬৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ১৯২ রানে অল-আউট হয়ে যায়। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন চেতেশ্বর পূজারা। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১৪৬ বলে ৯১ রান করে আউট হন। ৫৮ রানে ৬ উইকেট নেন ললিত মোহন। অন্ধ্র ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
সার্ভিসেস বনাম গোয়া: সার্ভিসেসকে এক ইনিংস ও ৪ রানে পরাজিত করে গোয়া। সার্ভিসেসের ১৭৫ রানের জবাবে গোয়া তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৯ উইকেটে ৪৮৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সার্ভিসেস ৩০৪ রানে অল-আউট হয়ে যায়। রবি চৌহান ১৩৯ রান করেন। দর্শন মিসাল দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন অর্জুন তেন্ডুলকর। গোয়া ম্যাচ থেকে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে।
পুদুচেরি বনাম ঝাড়খণ্ড: পুদুচেরিকে ১০ উইকেটে পরাজিত করে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে ঝাড়খণ্ড। পুদুচেরির ২৩১ রানের জবাবে ঝাড়খণ্ড প্রথম ইনিংসে ৪১২ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পুদুচেরি ২৫০ রান সংগ্রহ করে। ঝাড়খণ্ড বিনা উইকেটে ৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়।
For all the latest Sports News Click Here