নিলামের টেবিলেই বাজিমাত! RR-এর সাফল্যের রহস্য ফাঁস করলেন কুমার সাঙ্গাকারা
শুক্রবার ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাত উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস। এরফলে ২০২২ আইপিএল-এর ফাইনালে প্রবেশ করেছে তারা। জোস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে রাজস্থান রয়্যালস ১১ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। রাজস্থান রয়্যালস ২০০৮ সালের পর আইপিএলের ফাইনালে উঠেছে। এর আগে প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বে রয়্যালস আইপিএল ফাইনালে উঠেছিল এবং শিরোপা জিতেছিল।
দল ফাইনালে ওঠায় খুশি প্রকাশ করেছেন রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা। তিনি জানিয়েছেন কীভাবে পরিশ্রমের জোরে দল ফাইনালে উঠেছে। এদিনের ম্যাচের পরে সাঙ্গাকারা বলেন, ‘জয়টা খুবই আনন্দের। সমস্ত পরিকল্পনা, কঠোর পরিশ্রম প্রতিফলিত হয়েছে। গুজরাট টাইটানসের কাছে ক্লোস ম্যাচ হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ছেলেরা।’
কুমার সাঙ্গাকারা দলের সাফল্য নিয়ে বলেন, ‘নিলামের টেবিলে আমরা আমাদের পার্সের ৮০ থেকে ৯০ শতাংশ প্রথম প্লেয়িং ১১-তে খরচ করেছি। আমরা ডাটা নিয়ে কঠোর পরিশ্রম করে খেলোয়াড় নির্বাচন করেছি। আমরা এই মুহূর্তে অভিজ্ঞতার উপর জোর দিয়েছি। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে যারা তারকা হয়ে উঠবে। কিন্তু আমাদের প্রাথমিক একাদশ শক্তিশালী খেলোয়াড়ে পূর্ণ। গিলেস লিন্ডসে আমাদের বিশ্লেষক জুবিন বারুচা এবং সকল স্টাফদের অভিনন্দন। বিজয় শুধু ঘটে না, এরজন্য মাঠে অনেক পরিকল্পনার প্রয়োজন, কঠোর পরিশ্রম করতে হয়। আসলে সাফল্যের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন।’
For all the latest Sports News Click Here