নির্ভরতা দিতে পারেননি ত্রিপাঠী-অর্শদীপ, তৃতীয় T20 ম্যাচে কাদের মাঠে নামাবে ভারত?
সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জিতেও ভারতকে উইনিং কম্বিনেশন বদলাতে হয়েছিল। সঞ্জু স্যামসন চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দ্বিতীয় ম্যাচে দলে ঢোকেন রাহুল ত্রিপাঠী। যদিও বোলিং লাইনআপেও একটি বদল করেছিল টিম ইন্ডিয়া। হার্ষাল প্যাটেলের বদলে ভারত মাঠে নামায় অর্শদীপ সিংকে।
তবে দ্বিতীয় ম্যাচ হেরে বসার পরেও ভারত সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক টি-২০ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে। রাহুল ত্রিপাঠী দীর্ঘদিন অপেক্ষার পরে জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করেছেন। অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও তাঁকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এমনটা ভাবা মুশকিল। তাই পুণেতে রান না পেলেও রাজকোটে সম্ভবত ফের মাঠে নামতে দেখা যাবে রাহুলকে।
পুণের দ্বিতীয় টি-২০ ম্যাচে অর্শদীপের অনিয়ন্ত্রিত বোলিং নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাই তাঁর জায়গায় হার্ষাল প্যাটেলকে ফিরিয়ে আনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অর্শদীপের মনোবল ধাক্কা খাবে নিশ্চিত, যা চাইবেন না রাহুল দ্রাবিড়রা। অর্শদীপ সাম্প্রতিক অতীতে বল হাতে টিম ইন্ডিয়াকে নির্ভরতা দিয়েছেন। গত টি-২০ বিশ্বকাপেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়েন তিনি। তাই ফাইনালের রূপ নেওয়া তৃতীয় টি-২০ ম্যাচে তাঁর উপরেই ভরসা রাখতে পারে দল। হার্ষাল প্যাটেলের ব্যাটের হাতটা মন্দ নয় বলে তিনি আলোচনায় থাকবেন সবসময়।
শ্রীলঙ্কা উইনিং কম্বিনেশন ধরে রেখেই সিরিজের শেষ টি-২০ ম্যাচে মাঠে নামতে পারে। অবশ্য ভানুকা রাজাপক্ষে সিরিজের প্রথম ২টি ম্যাচ রান না পাওয়ায় তাঁর পরিবর্তে অন্য কাউকে মাঠে নামানোর কথাও ভাবতে পারেন দাসুন শানাকারা। সেক্ষেত্রে সাদিরা সমরাবিক্রমে এগিয়ে থাকবেন সুযোগ পাওয়ার দৌড়ে।
তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং/হার্ষাল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।
তৃতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি’সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে/সাদিরা সমরাবিক্রমে, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, কাসুন রজিথা ও দিলশান মদুশঙ্কা।
For all the latest Sports News Click Here