নির্ভরতা দিতে পারলেন না ক্যাপ্টেন রোহিত, হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন MI তারকা
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট হাতে নির্ভরতা দেন তরুণ তিলক বর্মা। মরশুমে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি। সেই ফর্ম তিলক জারি রাখলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। রাজ্যদল হায়দরাবাদের হয়ে টুর্নামেন্টের প্রথম ২টি ম্যাচে মাঠে নেমে ২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি।
মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫০ রান করে আউট হয়েছিলেন তিলক। যদিও ম্যাচ হারতে হয়েছিল হায়দরাবাদকে। বুধবার তরুণ অল-রাউন্ডারের পারফর্ম্যান্সে ভর করেই পুদুচেরিকে পরাজিত করে হায়দরাবাদ।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলিতে ফের হাফ-সেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের, যদিও পৃথ্বীদের ঝড়ে উড়ে গেল মধ্যপ্রদেশ
জয়পুরে এলিট-বি গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তোলে। তিলক ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন। এছাড়া মিকিল জসওয়াল ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ৩৩ রান করেন তন্ময় আগরওয়াল। ১৮ রানে ৪টি উইকেট নেন পুদুচেরির ভরত শর্মা।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: দ্বিতীয় ম্যাচেও রান পেলেন না ঋদ্ধি, রজতকে সঙ্গে নিয়ে ত্রিপুরাকে ম্যাচ জেতালেন বাংলার সুদীপ
জবাবে ব্যাট করতে নেমে পুদুচেরি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে হায়দরাবাদ। রামচন্দ্রন রঘুপতি ৩৫, পরমেশ্বরণ শিবরমন ৩২, মোহিত মিত্তান ২৮, পরশ ডোগরা ১২ ও অরুণ কার্তিক ১৭ রান করেন। পুদুচেরির ক্যাপ্টেন দামোদরন রোহিত ওপেন করতে নেমে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৪ রান করে আউট হন। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন চামা মিলিন্দ, তিলক বর্মা ও ভগত বর্মা। উইকেট পাননি রবি তেজা।
For all the latest Sports News Click Here