নিরাপত্তা কমালেই খুন হবেন সলমন! গ্যালাক্সির সামনে পাহাড়া বাড়াল মুম্বই পুলিশ
সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হল শনিবার তাঁর জলেরই এক সদস্য ইমেলে হুমকি পাওয়ার পর। দেশের এই সুপারস্টারকে হুমকি দেওয়ার জন্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে IPC ধারা ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪-এর অধীনে অভিনেতার ঘনিষ্ঠ সহযোগী দ্বারা বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
নিউজ এজেন্সি এএনআই টুইট করেছে, ‘অভিনেতা সলমন খানকে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়ার পরে মুম্বাই পুলিশ তার বাড়ির বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে, বান্দ্রা পুলিশ আইপিসির ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এর আগে শনিবার মুম্বাই পুলিশ অভিনেতা সলমন খানের অফিসে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে মামলা করেছে।’
জানা গেছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে যেখানে বিষ্ণোই বলেছেন সলমনকে হত্যা করােই তার জীবনের অন্যতম লক্ষ্য।
এদিকে এ ঘটনায় লরেন্স ও গোল্ডির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে লরেন্স, যিনি আপাতত তিহার জেলের বাসিন্দা, এক সক্ষাৎাকারে বলেছিলেন, সলমনকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তার জন্য ছেতে হবে তাঁদের গ্রামের মন্দিরে। অন্যথায় পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
লরেন্সের জাদি কৃষ্ণসার হরিনকে তাঁদের গ্রামের লোক দেহতা রূপে পুজো করে। সেই হরিণ মেরে বড় অন্যায় করেছেন খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন।
১৯৯৮ সালে সলমন খানের উপর যোদপুরে হাম সাথ সাথ হ্যায় ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল।
তবে গত বছর গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর সলমন যখন হুমকি চিঠি পান তখন থেকে তাঁকে এবং তার বাবা-গীতিকার সেলিম খানকে মহারাষ্ট্র সরকার Y+ ক্যাটাগরির নিরাপত্তা কভার দিয়েছিল। গত বছর আত্মরক্ষার জন্য তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছিল। বিষ্ণোই নিজেও জানিয়েছেন, নিরাপত্তা কমলেই তিনি সলমনকে মারার কথা ভাববেন। মানে এত নিরাপত্তায় ভাইজানের গায়ে একটা আঁচড় কাটাও তাঁর পক্ষে সম্ভব নয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here