নিরন্তর ব্যর্থতা সত্ত্বেও সেই অতীত আকড়ে রাহানের হয়ে সাফাই গাইলেন ক্যাপ্টেন কোহলি
ব্যাটে দূর দূরান্ত পর্যন্ত ফর্মের দেখা নেই। গোটা বছর জুড়ে নিরন্তর ব্যর্থতা। তা সত্ত্বেও অজিঙ্কা রাহানের পিছনে পাহাড় হয়ে দাঁড়িয়ে সমস্ত ঝড় ঝাপটা থেকে সতীর্থকে রক্ষা করতে বদ্ধপরিকর বিরাট কোহলি। নিউজিল্যান্ড সিরিজ জয়ের পরেও সেই যেন অতীতের পারফরম্যান্সেরই বুলি আওড়ে চলেছেন ভারতীয় অধিনায়ক।
ইংল্যান্ড সফরে প্রবল ব্যর্থতায় রাহানেকে দল থেকে বাতিল করার দাবি জোরাল হয়। তবে সেই দিকে কর্ণপাত না করে বিরাটের অনুপস্থিতিতে কানপুরে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য তাঁকেই অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন ভারতীয় সিলেক্টাররা। সেখানেও দুই ইনিংসে মাত্র ৩৫ ও চার রান করে ব্যর্থ হন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক। মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে ফের তাঁকে বাদ দেওয়ার দাবি উঠে। ম্যাচে না খেললেও তাঁকে বাতিল নয়, বরং চোটের কারণেই তিনি খেলেননি বলে দাবি করে ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও সেই দাবিতে বিশেষ কর্ণপাত করেননি নেটিজেনরা।
কিউয়িদের বিরুদ্ধে সিরিজের পর ফের একবার সেই নিয়ে কথা উঠলে আবারও রাহানে সমর্থনে অটল বিরাট সাংবাদিক সম্মেলনে জানান, ‘আমরা কারুর ফর্ম নিয়ে বলার মতো কেউ নই। বাইরে থেকে অন্যরা যেমন মুহূর্তেই কাউকে প্রশংসায় ভাসিয়ে দেন, আবার মুহূর্তেই সমালোচনাতে ভরিয়ে দেন আমি তেমনটা ঠিক করতে পারিনা। রাহানে দলের জন্য যে গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলেছে, সেগুলো আমি ভুলিনি এবং অযথা কারুর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে একেবারেই রাজি নই।’ কোহলির এহেন মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে ভারতীয় দলে রাহানে থাকেন কিনা, তার দিকে সকলের নজর থাকবে।
For all the latest Sports News Click Here