নিমেষে লং অন থেকে মিড অফের দূরত্ব কভার করে তুখড় ক্যাচ সাউদির, রইল ভিডিয়ো
আইপিএলের অষ্টম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হয়েছে। গত ম্যাচে পরাজয়ের পর কেকেআর এই ম্য়াচে আবারও দুর্ধর্ষষ বোলিং করে মাত্র ১৩৭ রানেই পঞ্জাবের তারকাখচিত ব্যাটিং লাইন আপকে অল আউট করে দিয়েছে। টিম সাউদি ও উমেশ যাদবের বোলিং দাপটে খাপই খুলতে পারেনি পঞ্জাব।
বল হাতে নির্ধারিত চার ওভারে ৩৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন সাউদি। ২৩ রানে চার উইকেট নিয়েছেন উমেশ যাদব। সাউদির বোলিং প্রতিভার বিষয়ে সকলেই অবগত। তবে তিনি দুর্দান্ত ফিল্ডারও বটে। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে হামেশাই স্লিপ ফিল্ডিং করতে দেখা যায় সাউদিকে। এই ম্যাচেও ফিল্ডার হিসাবে সাউদির দক্ষতার এক অনবদ্য উদাহরণ দেখল ক্রিকেটবিশ্ব। ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করা কাগিসো রাবাদার এক দুর্দান্ত ক্যাচ নেন সাউদি।
সাউদির ক্যাচটি দেখতে ক্লিক করুন এখানে।
১৫ বলে ২৫ রানে ব্যাট করা রাবাদা, রাসেলের বলে বড় শট হাঁকাতে যান। তবে ব্যাটে ঠিকঠাক না লাগায় বল ৩০ গজের গণ্ডিও পেরোয়নি। এক সময় মনে হচ্ছিল রাবাদা হয়তো বেঁচে যাবেন। তবে নিমেষের মধ্যে লং অন থেকে মিড অফে ছুটে এসে ৩২.৭ মিটার মাঠ কভার করার পর ডাইভ করে এক অনবদ্য ক্যাচ ধরেন সাউদি। স্বাভাবিকভাবেই এই দারুণ ক্যাচের পর অজিঙ্কা রাহানে, রাসেলরা সাউদিকে বাহবায় ভরিয়ে দেন। এই টুর্নামেন্টের সেরা ক্যাচ হওয়ার কিন্তু অন্যতম বড় দাবিদার সাউদির এই ক্যাচটি।
For all the latest Sports News Click Here