‘নিত্যনতুন গল্প বানাচ্ছে’, অ্যাঞ্জেলিনার অভিযোগের উত্তরে বললেন ব্র্যাড পিট
ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। আবার আইনি বিবাদে নেমেছেন তাঁরা। আবার চলছে অভিযোগ এবং পালটা অভিযোগ। এবার ব্র্যাড পিটের তরফে অভিযোগ করা হল অ্যাঞ্জেলিনা ক্রমাগত নানা ধরনের গল্প তৈরি করছেন।
সম্প্রতি ব্র্যাড পিটের তরফে একটি মামলা দায়ের করা হয় অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে। তাঁর অমতে অ্যাঞ্জেলিনা তাঁদের যৌথ একটি ব্যবসার অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ তাঁর। আর তার উত্তরে অ্যাঞ্জেলিনার তরফে আদালতে বলা হয়েছে ২০১৬ সালের এক ঘটনা।
অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবীর দাবি, ২০১৬ সালে বিমানের মধ্যে অভিনেত্রীকে মারধর করেন ব্র্যাড। তাঁদের দাবি, এয়ারপোর্টে পৌঁছোনোর আগে থেকেই ব্র্যাডের মাথা গরম ছিল। প্লেনে ওঠার পরে অ্যাঞ্জেলিনা তাঁকে জিজ্ঞাসা করেন, কী হয়েছে। তাতে ব্র্যাড তাঁর মাথায় ধাক্কা দিয়ে ঠেলে শৌচালয়ের কাছে নিয়ে যান। তার পরে দেওয়ালের সঙ্গে চেপে ধরেন। এর পরে নাকি অ্যাঞ্জেলিনা আক্রমণ থেকে বাঁচতে ব্র্যাডের পিছন দিকে চলে যান এবং তাঁঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন। ব্র্যাড তখন পিছন দিকে লাফ দিয়ে বিমানের একটি আসনে ঝাঁপিয়ে পড়েন। তাতেও চোট পান অ্যাঞ্জেলিনা।
এমন কথাও অ্যাঞ্জেলিনারল আইনজীবীরা বলেছেন, তাঁদের সন্তানরাও নাকি সেখানে উপস্থিত ছিল। তারা ব্র্যাডকে থামাতে গেলে মার খায় তাঁর হাতে। তারা পরস্পরকে বাঁচানোর চেষ্টা করে এবং এদিক ওদিক পালায়। তার মধ্যেও এক জনের গলা টিপে ধরেন ব্র্যাড আর একজনের মুখে মারেন।
এবার জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে নাকি ব্র্যাড পিট কথা বলেছেন আইনজীবীদের সঙ্গে। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, জোলির এই অভিযোগ খুবই দুঃখজনক। কারণ তিনি ক্রমাগত একই ধরনের অভিযোগ করে চলেছেন। এবং প্রতি বারই এই গল্প নানাভাবে বদলে যাচ্ছে। তাঁর দাবি, ৬ বছর আগে কী ঘটেছিল, তা নিয়ে প্রতিবারই মনগড়া গল্প বলে চলেছেন অ্যাঞ্জেলিনা।
এর আগেও এই অভিযোগ তুলেছিলেন অ্যাঞ্জেলিনা। তখন এফবিআই এই বিষয়টির তদন্ত হাতে নেয়। সেই অ্যাঞ্জেলিনা জোলি বিষয়টি থেকে পিছিয়ে এসেছিলেন। এখন আবার এই একই অভিযোগ তুলেছেন তিনি।
For all the latest entertainment News Click Here