নিজে MI-কে জেতালেও রোহিত, ইশান, সূর্যদের সব কৃতিত্ব দিলেন গ্রিন
আইপিএলের ১৬তম বর্ষে প্রতি পদে রয়েছে ক্লাইম্যাক্স। প্লেঅফে ওঠার জন্য নিজেদের সেরা দিচ্ছেন ক্রিকেটাররা। ইতিমধ্যেই তিনটি দল প্লেঅফে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। কিন্তু একটি স্থানের জন্য এখনও লড়াই চলছে। এমন অবস্থায় নিজেদের মরণ-বাচন ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই ইন্ডিয়ান্স।
নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। নিজেদের হারানোর কিছু না থাকলেও ভয়ংকর হয়ে ওঠে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা করে ২০০ রান। হায়দরাবাদের হয়ে ৮৩ রানের ইনিংস খেলে যান মায়াঙ্ক আগারওয়াল। ৬৯ রান করেন ভিভ্রান্ত শর্মা। ম্যাচ জেতার জন্য পদস্থ স্কোর করে চাপে ফেলে দেয় মুম্বইকে।
জবাবে ব্যাট করতে নেমে মরণ-বাচন ম্যাচের মতো আক্রমনাত্মক ভঙ্গিতে শুরু করেন রোহিত শর্মারা। ১৮ ওভারেই প্রয়োজনীয় ২০১ রান তুলে নেন তারা। দলের অধিনায়ক ওপেনার রোহিত শর্মা করে যান ৫৬ রান। ইশান কিষাণ তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে অজি তারকা ক্যামেরন গ্রিন দুর্দান্ত শতরান করেন। তাঁর ৪৭ বলে ১০০ রানের ফলে তাড়াতাড়ি ম্যাচ জিতে যায় মুম্বই। আইপিএলে প্রথম শতরান করলেন অজি তারকা।
শতরান করার পর ক্যামেরন গ্রিন বলেন, ‘রোহিতের সঙ্গে আমার এই পার্টনারশিপটা দারুণ জমে গিয়েছিল। পিচের অন্যদিকে একজন অধিনায়কের থেকে সাহায্য পাওয়াটা বিশেষ ব্যাপার। আমাদের মুম্বই ইন্ডিয়ান্সের পুরো সেটআপটাই অসাধারণ। শুরুর দিকে রোহিত, ইশান, সূর্যকুমার যাদবের মতো যে কোনও ব্যাটারই অন্য সকল প্লেয়ারকে অনেক সুবিধা দিয়ে থাকে। খেলা যখন শেষের দিকে। আমাদের জেতার জন্য ২০ রান প্রয়োজন। তখন আমি সূর্যকে বলি, ম্যাচটা শেষ করতে। এরপরে আমরা রান সংগ্রহ করি এবং ম্যাচ জিতিয়ে ফিরি।’
১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে মুম্বই। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচ ব্যাঙ্গালোর জিতে গেলে তাদেরও পয়েন্ট হবে ১৪ ম্যাচে ১৬। আরসিবি জিতে গেলেই রোহিতরা ছিটকে যাবেন টুর্নামেন্ট থেকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here