নিজে সেরা হয়েও তিলককে ম্যাচ জয়ের কৃতিত্ব দিলেন রোহিত, অজানা কথা ফাঁস তরুণের
আইপিএলে মঙ্গলবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লিকে হারিয়ে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেন তিলক ভর্মা। গত দুই ম্যাচ হারের পর অবশেষে দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় মুম্বই। আর এই ম্যাচ জয়ের পরই রোহিত শর্মা তিলকের সাক্ষাৎকার নেন। তারা দু’জনেই ম্যাচের আগে নিজেদের মনোভাব এবং বিভিন্ন প্রস্তুতির বিষয় কথা জানান।
সেই অনুষ্ঠানটি চলার সময় মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার তিলক ভর্মা রোহিত শর্মাকে বলেন বলেন, ‘আমি গত বছর পর্যন্ত তোমার সঙ্গে ব্যাট করার জন্য অপেক্ষা করেছি। আমার ছোটবেলার স্বপ্ন ছিল, তোমার সঙ্গে ব্যাট করব। শেষ পর্যন্ত আমি সেই সুযোগ পেয়েছি। আমি সত্যিই তোমার সঙ্গে ব্যাটিং খুব উপভোগ করেছি।’
রোহিত শর্মার সঙ্গে তিলক গুরুত্বপূর্ণ ৪১ রান করেন ২৯ বলে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ তৈরি করেন তিলক। সাক্ষাৎকারের সময় রোহিত শর্মা তিলক কে জিজ্ঞাসা করেন, আমরা তোমাকে অনেকদিন ধরেই ব্যাট করতে দেখছি। শেষ বছরের আইপিএলে তুমি ভালো করেছিলে। কিন্তু চোট আঘাতের সমস্যায় ছিল তোমার। চোট সারিয়ে কেমন ভাবে ফিরে এলে এবং কি কি পরিকল্পনা তোমার ছিল?
জবাবে তিলক বলেন, ‘আমি মানসিকভাবে খুব শক্ত ছিলাম। আমি চোট আঘাতের সমস্যায় ভুগছিলাম ঠিকই। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেছি এবং খেলেছি। আমি আমার দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে চেয়েছি। এর সঙ্গে সঙ্গেই আগের থেকে আরও ভালো করতে চেয়েছি।’
রোহিত তিলককে জিজ্ঞাসা করেন, বিপক্ষ বোলারদের আক্রমণ করার জন্য কি পরিকল্পনা করেছিল? জবাবে তরুণ তুর্কি বলেন, ‘তুমি যে রকম বলেছিলে সেই ভাবেই খেলার চেষ্টা করেছি। স্পিনারদের বিরুদ্ধে কিছুটা সময় নিয়ে খেলেছি। জোরে বোলাররা বল করতে আসলে তাদের বিরুদ্ধে রান সংগ্রহ করেছি।’
রোহিত ফের শর্মা প্রশ্ন করেন, যে ওভারে তুমি ১৬ রান করলে, সেই ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের জিততে গেলে দরকার ছিল ৪ ওভারে ৪০ রান। সেই ওভারের পর রানের পার্থক্য ৮ থেকে ৯ নেমে আসে। তাই ওই ওভারে তোমার পরিকল্পনা কি ছিল? জবাবে ভর্মা বলেন, ‘তখন আমার মাথায় চলছিল নিজেকে শান্ত রাখতে হবে। আমি আমার শক্তিশালী দিকগুলোর ওপর বেশি নজর দিচ্ছিলাম।’
গতবছরের কথা মনে করে অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘প্রথম ম্যাচ জেতার জন্য আমাদের অনেক কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। অনেক ম্যাচ হারার পর প্রথম ম্যাচ জেতা সব সময় একটা বিশেষ অনুভূতি।’ সেই কথার রেশ ধরেই ভর্মা বলেন, ‘গত বছরও প্রথম ম্যাচ জেতার জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম। এই বছরও প্রথম ম্যাচ জেতার জন্য আমাদের কয়েকটা ম্যাচ অপেক্ষা করতে হল।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here