নিজের সেরা সময়েও ব্যাটার-বোলার মইন আলি অজিদের ভয়ের কারণ ছিল না- দাবি চ্যাপেলের
শুভব্রত মুখার্জি: চলতি অ্যাশেজ সিরিজে একেবারে টানটান লড়াই হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এজবাস্টন এবং লর্ডসে প্রথম দু’টি ম্যাচ অজিরা জিতে ২-০ ফলে এগিয়ে যাওয়ার পরে লিডসে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ফলাফল আপাতত ২-১। চতুর্থ টেস্ট ম্যাচ খেলা হবে ম্যাঞ্চেস্টারে। আর সেই টেস্টের আগেই মাঠের বাইরের স্লেজিং কিন্তু চালু করে দিয়েছে অজিরা। আর তাতে যোগ দিয়েছেন তাদের প্রাক্তন ক্রিকেটাররাও। সম্প্রতি প্রাক্তন তারকা ক্রিকেটার তথা অধিনায়ক ইয়ান চ্যাপেল মন্তব্য করেছেন, ব্যাটার হিসেবে হোক বা বোলার হিসেবে, নিজের সেরা সময়েও নাকি মইন আলিকে অস্ট্রেলিয়া দল কোনও সময়ে তাদের খুব বড় ‘বিপদ’ বলে মনেই করে না!
আরও পড়ুন: কোচ ছিল না, ইউটিউবে সৌরভ, গিলির খেলা দেখেই বড় হয়েছেন জিতেশ
চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দল নির্বাচন নিয়ে তিনি টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন। আর সেই সময়েই মইনকে নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি দলে জনি বেয়ারস্টোকে রাখা নিয়েও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোতে তিনি লিখেছেন, ‘ওরা (ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট) সিদ্ধান্ত নিয়েছে, মইন আলিকে লাল কার্পেট পেতে সেলিব্রিটির অভিবাদন দেওয়ার। তবে এই মইন আলি তো নিজের সেরা সময়েও না ব্যাটার হিসেবে, না বোলার হিসেবে কোনও দিন অজিদের কাছে বিরাট বড় বিপদ বা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়নি।’
আরও পড়ুন: এটাও ক্যাচ! বিশ্বাস হচ্ছিল না ব্যাটারের, বাজপাখি হলেন ইমাম-উল-হক, আউট সমারাবিক্রম- ভিডিয়ো
বেয়ারস্টোকে নিয়ে তিনি লিখেছেন, ‘ওরা (ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট) তো এমন একজনকে উইকেট রক্ষক বেছেছে, যে কিনা প্রথমে একজন ব্যাটার। কিপিং গ্লাভস হাতে এত বেশি ভুল এই সিরিজে করেছে ও, তার খেসারত ওর দলকেই দিতে হয়েছে প্রথম দুই টেস্টে।’
বেয়ারস্টো বা আলি দুজনের কেউই চলতি সিরিজে খুব একটা ফর্মে নেই। কিপার ব্যাটার বেয়ারস্টো ৬ ইনিংসে করেছেন মাত্র ১৪১ রান। কিপিং গ্লাভস হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ তিনি ফেলেছেন। মইন আলি অন্য দিকে দুটি টেস্টে নিয়েছেন মাত্র ৫টি উইকেট। পাশাপাশি চ্যাপেলের আরও দাবি, ইংল্যান্ড খুব বেশি স্টুয়ার্ট ব্রডের উপর নির্ভর করছে এই সিরিজে। তৃতীয় টেস্টে দলে মার্ক উডকে নেওয়া এবং তাঁর দুরন্ত পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে যে, ইংল্যান্ডের দল নির্বাচনে ভুল ছিল। প্রসঙ্গত, ১৯ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট।
For all the latest Sports News Click Here