নিজের শরীরকে ভালোবাসি, এটা নিয়ে লজ্জার কী আছে! সাহসী দৃশ্য প্রসঙ্গে বললেন রাধিকা
শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো ‘দেশি ভাইবস’-এ এবারের অতিথি ছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সেখানে রাধিকাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ শেহনাজ। তাঁর প্রতিটা কথায় ধরা পড়ল মুগ্ধতা। 0TT-তে অভিনয় থেকে রাধিকার পড়াশোনা, সমস্ত বিষয় নিয়ে কথা বলতে শোনা গেল শেহনাজকে। প্রশ্ন করলেন ৭ ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাধিকার স্বাচ্ছেন্দে কাজ করা নিয়ে, কথা হল তাঁর ইংরেজ স্বামীকে নিয়েও।
কথায় কথায় রাধিকাকে শেহনাজ প্রশ্ন করে বসেন, তিনি কীভাবে এত সুন্দর ও সাবলীলভাবে সাহসী দৃশ্য়ে অভিনয় করেন? এপ্রসঙ্গে রাধিকার জবাব ছিল, আমার মনে হয় না শরীরের কোনও কিছু নিয়ে লজ্জার কিছু আছে বলে! রাধিকার কথায়, ‘সবথেকে খারাপ যে বিষয়টা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা হল শরীর নিয়ে লজ্জা। আমার মনে হয়না শরীর নিয়ে লজ্জা পওয়ার কিছু আছে বলে! আমরা তো এই শরীর নিয়েই এই পৃথিবীতে এসেছি, এটা আমাদের যন্ত্র। একে সম্মান করা উচিত, লজ্জা নয়।’
আরও পড়ুন-‘দুবাই সম্পূর্ণ নিরাপদ, ভারতে সমস্যা রয়েছে’, বিস্ফোরক সলমন
রাধিকার কথায়, আমার বাবা-মা দুজনেই চিকিৎসক, ওঁরাও শরীর নিয়ে কাটাছেঁড়া করেন। আমি আসলে এটাকে সাহসী বলে মনেই করি না। এটাকে ভীষণভাবে পিছিয়ে পড়া ভাবনা বলে আমার মনে হয়। যাঁরা মনে করেন, শরীরকে সংরক্ষিত রাখা উচিত, এই ধ্যানধারণাই বহু পুরনো বলে আমার মনে হয়। আমি স্বাধীনচেতা। শরীরকে ব্যবহার করে নিজেকে প্রকাশ করা, তাতে পোশাক পরা বা না পরার মধ্যে আমার কাছে কোনও পার্থক্য নেই। আমার বাবা-মা কখনও এটা নিয়ে প্রশ্ন তোলেননি। ওঁরা সবসময়ই আমার পাশে থেকেছেন। কখনও জিগ্গেস করেননি, এটা কেন করেছো? ওঁরা আমার কাজের প্রশংসাই করেছেন। আমি কখনও নিজের শরীর নিয়ে লজ্জা পাই নি। কখনও মনে হয়নি শরীরের কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে বলে। আমি নিজেকে ভালোবাসি, নিজের শরীরকেও ভালোবাসি।’
প্রসঙ্গত ১৪ এপ্রিল Zee5-মুক্তি পেয়েছে রাধিকা আপ্তের ছবি মিসেস আন্ডারকভার। সেখানে রাধিকার সঙ্গে রয়েছেন সুমিত ব্যস, রাজেশ শর্মা।
For all the latest entertainment News Click Here