‘নিজের নয়, শাম্মী কাপুরের প্রথমপক্ষের সন্তানদেরই বড় করব, আমিই সিদ্ধান্ত নিয়েছি’
৫০ ও ৬০-এর দশকে হিন্দি সিনেমার দুনিয়ায় জনপ্রিয় তারকা শাম্মী কাপুর। রাজ কাপুরের ছোট ভাই ব্যক্তিগত জীবনেও গীতা বালির সঙ্গে সুখী দাম্পত্য কাটাচ্ছিলেন। ১৯৫৫ সালে এক বছরের বড় গীতা বালিকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই সন্তান, ছেলে আদিত্য রাজ কাপুর ও মেয়ে কাঞ্চন দেশাই। ১৯৬৫ গুটি বসন্তে আক্রান্ত হওয়ার ১ মাসের মধ্যেই মৃত্যু হয় গীতার। পরবর্তী সময়ে নীলা দেবীকে বিয়ে করেছিলেন শাম্মি কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাম্মি কাপুরের সন্তানদের বড় করে তোলার বিষয়ে মুখ খুলেছেন নীলা দেবী।
শাম্মী কাপুরের সঙ্গে বিয়ের পর নিজের কোনও সন্তানের জন্ম দেননি নীলা দেবী। হাসি মুখে শাম্মি কাপুরের দুই সন্তানকে বড় করেন কর্তব্যপরায়ণ নীলা। এবিষয়ে সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নীলা দেবী বলেন, ‘এটা ছিল ১০০ শতাংশ আমার নিজের সিদ্ধান্ত। তবে যখন তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন।’
আরও পড়ুন-কলকাতার হলুদ ট্যাক্সি চালালেন চিরঞ্জিবী, গেলেন ভিক্টোরিয়াতেও, দেখুন ছবি…
সাক্ষাৎকারে নীলা দেবী বলেন, একদিন তিনি তাঁর বোনের সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেবার শাম্মী কাপুর দেখেন, নীলা বোনের ছেলেমেয়েরা তাঁর কোলে বসে রয়েছে। সেসময় কিছু না বললেও পরে বাড়ি ফিরে শাম্মি কাপুর নীলা দেবীকে বলেছিলেন, ‘যেদিন আমি কাঞ্চন এবং আদিত্যকে তোমার কোলে দেখব সেদিন আমি সবচেয়ে খুশি হব’। নীলা দেবী জানান, তিনি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন শাম্মী কাপুর ও গীতা বালির সন্তানদেরই তিনি নিজের সন্তান হিসাবে বড় করবেন। আর ওরাও আমাকে হতাশ করেনি। নীলা দেবীর কথায়, আমার প্রতি ওরা যে শ্রদ্ধা, ভালবাসা এবং যত্ন দেখিয়েছে, তা সত্যিই মূল্যবান। আমি একবারও আফসোস করি না যে আমার নিজের সন্তান নেই…’
নীলা দেবীকে প্রশ্ন করা হয়, শাম্মী কাপুর তাঁকে কখনও তাঁর সিদ্ধান্ত নিয়ে আরও একবার ভেবে দেখতে বলেছেন কিনা? এবিষয়ে নীলা দেবী বলেন, ‘উনি আমাকে অনেকবার জিগ্গেস করেছেন। বলেছেন, কেন তুমি চাও না?’আমি বলেছিলাম, আমি আমার এই সন্তানদের নিয়ে খুব খুশি। তিনি আমার বাচ্চাদের সঙ্গে আমার বন্ধন দেখেছিলেন। তিনি নিজেই সেটা দেখেছেন। এর আগে একাধিক সাক্ষাৎকারে নীলা দেবীকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে শাম্মী কাপুরের দুই ছেলেমেয়েকে। শাম্মী কাপুরও বলেছিলেন, ‘উনি সিদ্ধান্ত নিয়েছিলেন কোনও সন্তান নেবেন না, ক’জয় মহিলা এমন করেন? আর তার উপর আমার মতো পাগল মানুষের দেখাশোনা করা। কেউ করে না আমি বাজি ধরে বলতে পারি!’
For all the latest entertainment News Click Here