নিজের জন্মদিনে মেয়ের তুলতুলে পায়ে চুমু বিপাশার, ভিডিয়ো দিয়ে লিখলেন ‘সেরা উপহার’
৭ জানুয়ারি ৪৪ বছরে পা দিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। মেয়ে দেবীর জন্মের পর প্রথম জন্মদিন বিপাশার। মা হওয়ার পর যেন জীবন অনেকটাই পালটেছে বলি সুন্দরীর। একরত্তি মেয়েকে নিয়েই সময় কাটছে বিপাশার। নেটমাধ্যমের পাতায় মেয়েকে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ‘জিসম’ তারকা।
মেয়ের ছোট্ট তুলতুলে পায়ে আদুরে চুমু এঁকে দিচ্ছেন অভিনেত্রী। বিপাশার পরনে গোলাপি রঙের আউটফিট। ভিডিয়োতে মা-মেয়ে কারও মুখই দেখা যায়নি। ছবির ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘ঈশ্বর আমাকে সেরা উপহার দিয়েছেন- আমার মেয়ে দেবীকে। আমার প্রথম সেরা উপহারের পরে, আমার জীবনের ভালোবাসা- আমার স্বামী করণ সিং গ্রোভার… বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মেয়ে আমি’।
আরও পড়ুন: প্রচার চালিয়েও মনোনয়ন পায়নি গাঙ্গুবাই, বাফটায় সেরা বিদেশী ছবি হিসেবে মনোনয়নের তালিকায় RRR
মেয়ের সঙ্গে শেয়ার করা বিপাশার মিষ্টি ভিডিয়োতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। মালাইকা আরোরা, সোফি চৌধুরী থেকে একাধিক বলিউড ব্যক্তিত্ব বিপাশার পোস্টে ভালোবাসা উজাড় করেছেন। অনুরাগীরা ভিডিয়োতে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
বিপাশার জন্মদিনে স্ত্রীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা করণ সিং গ্রোভার। দীর্ঘ পোস্টে স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা। জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠুক। প্রতিটি ক্ষণে তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। বছরের সেরা দিন! তোমায় দিন দিন আরও বেশি ভালোবাসছি। শুভ শুভ জন্মদিন আমার মিষ্টি আদুরে ভালোবাসা। তুমিই আমার সব!’
স্বামী করণকে পালটা ধন্যবাদ জানাতেও ভালেননি বিপাশা। করণের পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আর এখন আমাদের মেয়ে দেবী। আমাকে এত ভালোবাসার জন্য তোমায় অনেক ধন্যবাদ।’
একরত্তি দেবীকে ঘিরে এখন সময় কাটছে মাম্মি বিপাশা বসু এবং পাপা করণ সিং গ্রোভারের। মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। গত অগস্ট মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শিলমোহর দিয়েছিলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী। আর নভেম্বরেই করণ-বিপাশার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান। ‘জিসম’ তারকা মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার।
For all the latest entertainment News Click Here