নিজের ছেলেকেই কোলে নেওয়ার অনুমতি ছিল না দিয়া মির্জার, আড়াই মাস ছিলেন দূরে দূরে
ছেলে আভ্যান আজাদ রেখির জন্ম দিয়েছেন দিয়া মির্জা ২০২১ সালের মে মাসে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন নায়িকা। হানিমুন থেকেই দিয়েছিলেন মা হতে চলার খবর। তবে সন্তানের জন্ম দেওয়ার অভিজ্ঞতা বেশ ভয়ের ছিল দিয়ার কাছে। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন প্রাণের ভয় ছিল তাঁর ও তাঁর সন্তানের। প্রি-ম্যাচিওর ছেলেকে কোলেও নিতে পারেননি দিয়া আড়াই মাস পর্যন্ত।
পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। জুলাই ২০২১-এ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে প্রি-ম্যাচিওর ছেলের জন্ম দেওয়ার খবর দেন তিনি। নিজের সন্তানকে ‘মিরাকেল বেবি’ বলে উল্লেখ করে দিয়া সেই সময় লিখেছিলেন, ‘আমাদের পুত্র সন্তান আভহান আজাদ রেখির জন্ম হয়েছে ১৪মে। সময়ের আগে জন্ম হয়েছে ওর। চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে রয়েছে।’ আরও পড়ুন: মহালয়ায় দেবী দুর্গার সাজে শুভশ্রীকে দেখে চটল মিঠাই-ভক্ত, ‘অভিনয় পারে না, শুধু…’
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে দিয়া সম্প্রতি সেই সময়ের স্মৃতিচারণ করে জানান, ‘খুব শক্ত সময় ছিল। আমি অসুস্থ হয়ে পড়ি। আমার অ্যাপেনডিক্সের অপারেশন করার প্রয়োজন হয়ে পড়েছিল প্রেগন্যান্সিতেই। তখন মাত্র পঞ্চম মাস চলছে। আর সেই অপারেশনের ফলে শরীরে কোনও এক সংক্রমণ হয় এবং প্ল্যাসেন্টায় শুরু হয় রক্তক্ষরণ। ডাক্তাররা জানান, এখনই ডেলিভারি করা না হলে বাচ্চা সেপটিক শকে চলে যেতে পারে। যা মা ও বাচ্চা দুজনের জন্যই ক্ষতিকারক। ওর জন্মের ৩৬ ঘণ্টার মধ্যে করা হয় প্রথম অপারেশন। এরপর দ্বিতীয় অপারেশন করা হয় যখন ওর বয়স সাড়ে ৩ মাস। আড়াই মাস তো আমি ওকে কোলে নিতেও পারিনি।’ আরও পড়ুন: করিনা-আলিয়ারা যেখানে বলছে, ‘ইচ্ছে না হলে দেখবেন না’, শাহরুখ বলছে ‘দর্শকরাই সব’
সদ্যোজাত ছেলেকে সপ্তাহে দুদিন দেখার অনুমতি ছিল দিয়ার কাছে। অভিনেত্রী জানান, ‘ এই টুকুখানি ছিল, তারওপর ওটা ছিল কোভিড ১৯-এর পিক টাইম, তাই আমাকে নানা ধরনের নিয়ম মানতে হত। সপ্তাহে দুদিনের বেশি ওর কাছে যেতেই পারতাম না। তাই খুব কঠিন ছিল সময়টা। যদিও মনে মনে আমি বিশ্বাস করতাম ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। যুদ্ধ করে ঠিক বেঁচে যাবে।’
কাজের সূত্রে দিয়াকে শেষ দেখা গিয়েছে তাপসী পান্নুর ‘থাপ্পড়’-এ। খুব জলদি তিনি স্ক্রিনে ফিরবেন ‘ধক ধক’ দিয়ে। অনুভব সিনহার ‘ভিড়’-এও কাজ করার কথা আছে দিয়ার, যা এই বছরই মুক্তি পাওয়ার কথা।
For all the latest entertainment News Click Here