‘নিজের চিকিৎসকের পরামর্শ শুনুন’,স্তন ক্যানসারে অস্ত্রোপচার করা রোগীদের টিপস ছবির
ক্যানসার আক্রান্ত রোগীদের কাছে চিকিৎসার পথ সাধারণ উদ্বেগ এবং আতঙ্কে ভরা হয়ে থাকে। মাস কয়েক আগেই ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করে জিতেছেন অভিনেত্রী ছবি মিত্তল। যাত্রাটা মোটেই সহজ ছিলনা তঁরা কাছে। চিকিৎসার সময়কার বেশ কিছু কথা নেটিজেনের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছবি মিত্তল। শুধুমাত্র একজনের ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করার গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োতে অভিনেত্রী বলেছেন, ‘যাঁরা অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রত্যেককে একটি পরামর্শ দিতে চাই। শুধুমাত্র চিকিৎসকের কথা শুনুন।’
আরও পড়ুন: লাল সিং চাড্ডা: ৫ সেকেন্ডের দৃশ্য শ্যুটে দেড় মাস সময় লাগে! ব্যথায় ভুগেছেন আমির
যদিও এক্ষেত্রে অনেকেরই ইন্টারনেটে টিপস খোঁজার প্রবণতা রয়েছে অথবা অন্য কোনও রোগী বা ক্যানসার জয়ী পরামর্শ নেওয়ার প্রবণতা রয়েছে। তবে ছবি এ সবের বিপক্ষে। অভিনেত্রীর কথায়, ‘আপনার সার্জন সিদ্ধান্ত নেবেন আপনাকে কী করতে হবে, আপনাকে কী সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি কী খেতে পারেন, কোনগুলি এড়িয়ে চলতে হবে, কখন আপনাকে চলাফেরা, ব্যায়াম শুরু করতে হবে এবং কখন আপনার ফিজিও করা শুরু করতে হবে। এই জিনিসগুলি একমাত্র আপনার চিকিৎসককে জিজ্ঞেস করুন।’
কেবল একজন চিকিৎসকের পরমর্শ নেওয়ার অন্যতম কারণ অভিনেত্রী মনে করেন, প্রত্যেকের শরীর এবং চিকিত্সার পরামিতি আলাদা হয়। তিনি বলেন, ‘কারণ আমার চিকিৎসক এবং আমার শরীর আলাদা। আপনার চিকিৎসক, আপনার শরীর, আপনার বয়স, আপনার উপসর্গ এবং আপনার অস্ত্রোপচার – সবকিছুই আলাদা। শুধুমাত্র আপনার চিকিৎসকই সেই ব্যাপারে ভালো জানেন।’
ভিডিয়োর শেষে ছবি ক্যানসার রোগীদের মধ্যে ফিজিওথেরাপির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘এটিকে অবমূল্যায়ন করবেন না। কারণ যে কোনও ধরনের অস্ত্রোপচারের পরে, আপনি ফাইব্রোসিস অনুভব করতে পারেন, আপনি চলাফেরার অভাব অনুভব করতে পারেন, যেখানে সার্জারি হয়েছে সেখানে অনেক টান অনুভব করতে পারেন। চিকিৎসকের পরামর্শমতো ফিজিওথেরাপি চালিয়ে গেলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব।’
For all the latest entertainment News Click Here