নিজেদের ফেভারিট বলব না- সেমিতে ভারতকে বাড়তি গুরুত্ব দেওয়া কি অজি অধিনায়কের কৌশল?
শুভব্রত মুখার্জি: শুক্রবারেই মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। ভারতের বিরুদ্ধে শেষ ১০টি টি-২০ ম্যাচের ৯ টি ম্যাচেই জিতেছে অজিরা। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে অস্ট্রেলিয়া অনেকটা মানসিক ভাবে এগিয়ে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের মত সম্পূর্ণ ভিন্ন। তাঁর মতে, গা-ছাড়া মনোভাবের কোনও জায়গা নেই। তিনি মনে করেন এই ম্যাচে দুই দল এক জায়গা থেকেই শুরু করবে। কেউ এগিয়ে বা পিছিয়ে শুরু করবে না।
আরও পড়ুন: IND vs AUS, Women’s T20 WC: আগে ব্যাট করলে আমাদের ১৮০ করতে হবে, ছক তৈরি রিচার
মেগ ল্যানিং বলেছেন, ‘আমি মনে করি না, অস্ট্রেলিয়ার মানসিক ভাবে এগিয়ে থাকা। গত কাল দুই দল এক জায়গা থেকে শুরু করবে। আমরা সেমিতে যখন খেলতে নামব, কেউ এগিয়ে বা পিছিয়ে থাকবে না। অতীতে কী ঘটেছে, তা সেমিফাইনালে কোনও ভাবে পার্থক্য গড়ে দেবে না। আমাদেরকে পজিটিভ মনোভাব নিয়ে খেলতে হবে। আশা করছি, একটা অসাধারণ ম্যাচ হবে। কারণ দু’টো বিশ্বমানের দল কালকে একে অপরের বিরুদ্ধে খেলবে। আমাদের অবশ্য নিজেদের খেলাটাই খেলতে হবে। কোনও কিছু দ্বারা প্রভাবিত হলে চলবে না। ভারতে আমরা যেটা করেছি এখানেও সেটাই করতে হবে।’
আরও পড়ুন: ICC Women’s T20 WC: গত বারের ৪ সেমি ফাইনালিস্ট ফের লড়াইয়ে, জানুন শেষ চারের সূচি
তিনি আরও বলেছেন, ‘ওই দিন কোন দল তাদের সেরা পারফরম্যান্স করবে, তার উপর সব কিছু নির্ভর করছে। আমি সত্যি বলছি, এই বিষয়টা নিয়ে আমি নিশ্চিত নই যে, অস্ট্রেলিয়াই ফেভারিট। কারণ দু’টো দল একে অপরকে খুব ভালো ভাবে চেনে। ভারতও খুব ভালো একটা দল। ওদের দলে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে। যারা নিজেদের দিনে ম্যাচের রং বদলে দিতে পারে। দুরন্ত একটা ম্যাচ হবে। আমাদের এখানে আসাই তো এমন একটা ম্যাচ খেলতে পারার লক্ষ্যে। আমরা আশা করছি, নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারব। সেমিফাইনাল ম্যাচটা খেলতে আমরা মুখিয়ে রয়েছি।’
ভারতীয় দল সম্বন্ধে তাঁর মন্তব্য, ‘ভারতীয় দল এখন ম্যাচ জেতার জন্য একটা বা দু’টো ক্রিকেটারের উপর নির্ভর করে না। তাদের দলে বেশ কয়েক জন ভালো ক্রিকেটার রয়েছেন। ওদের দলে বেশ গভীরতা রয়েছে। ব্যাটিংয়েও গভীরতা অনেকটাই বেশি। ফলে দল হিসেবে আমাদেরকে ওদের প্রতিটা ক্রিকেটারের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতেই হবে।’
For all the latest Sports News Click Here