নিজেদের জন্য ভারতের স্বার্থ জলাঞ্জলি! ভেঙ্কি বাদ পড়ায় KKR-এর উপর ক্ষুব্ধ জাদেজা
টানা খারাপ খেলছিলেন। একেবারেই ছন্দে ছিলেন না বেঙ্কটেশ আইয়ার। সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তাই তাঁকে বাদ দেওয়া হয়। তবে কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। তাঁর দাবি, কয়েকটি ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য ভারতীয় ক্রিকেটের সম্ভাব্যদের বাদ দেওয়াটা মোটেও কাজের কথা নয়।
কেকেআর এখনও পর্যন্ত ১০ ম্যাচে ২০জন প্লেয়ারকে ব্যবহার করেছে । যা এ বার আইপিএলের যে কোনও দলের দ্বারা সবচেয়ে বেশি প্লেয়ার খেলানোর নজির। রাজস্থানের বিরুদ্ধে বেঙ্কটেশ আইয়ারের জায়গায় তরুণ অলরাউন্ডার অনুকুল রায়কে খেলানো হয়েছিল। এবং হর্ষিত রানার জায়গায় শিবম মাভিকে ফিরিয়ে আনা হয়েছিল।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজা আবার দাবি করেছেন, ‘বিষয়টা এ রকম যে, নিজেদের স্বার্থে ভারতীয় ক্রিকেটারদের বলিদান দেওয়ার জন্য প্রস্তুত। কারণ এখানে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার, কোচিং স্টাফেরা আসেন। দু’মাস ধরে দলকে নিজের পছন্দ মতো চালনা করে, তার পর চুক্তি অনুযায়ী ফিরে যায়।’
আরও পড়ুন: ‘সেকেন্ড সিজন সিনড্রোমে ভুগছেন KKR-এর ক্রিকেটার,’ কার প্রসঙ্গে কড়া কথা গাভাসকরের
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘নির্বাচন নিয়ে সব সময় বিতর্ক থাকবেই। তবে আপনি যদি মাত্র কয়েক ম্যাচের পর ভারতীয় দলের খেলোয়াড়দের বাদ দেওয়া শুরু করেন, তা হলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব খারাপ বিজ্ঞাপন হবে।’
বাদ পড়ার আগে আইয়ার ৯ ম্যাচে ১৬ গড়ে মাত্র ১৩২ রান করেছিলেন। আর মাত্র ৩ ওভার বল করে কোনও উইকেট তিনি পাননি। কিন্তু গত বছর কেকেআর-কে ফাইনালে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রথম মরশুমে বেঙ্কটেশ আইয়ার ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন এবং বল হাতে ৩ উইকেটও নিয়েছিলেন। গত আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরেই তিনি ভারতীয় দলেও সুযোগ পান।
জাদেজা বিরাট কোহলি এবং রোহিত শর্মার উদাহরণ টেনে বলেছেন, ‘আপনি যদি পারফরম্যান্সের কথা বলেন, তা হলে শেষ ম্যাচ পর্যন্ত বিরাট কোহলির পারফরম্যান্সও মোটেও ভাল ছিল না। রোহিত শর্মাও খুব বেশি কিছু পারফর্ম করেনি। অনেক খেলোয়াড়ই ভালো পারফরম্যান্স করতে পারছে না। এটা প্রায় অসম্ভব যে খেলোয়াড়রা প্রতি ম্যাচে পারফর্ম করবে। আমি ভারতীয় ক্রিকেটের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি। এটা এমন নয় যে কেকেআরের দলে প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা নেই।’
For all the latest Sports News Click Here