নিজেদের খোঁড়া গর্তে পড়েই হাঁসফাঁস করছে শ্রীলঙ্কা, ১ম দিনেই চালকের আসনে বাবররা
শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে দাপটের সঙ্গে হারানোর পরে পাকিস্তান দ্বিতীয় টেস্টের শুরুটাও করল দুর্দান্তভাবে। ম্যাচের প্রথম দিনেই শ্রীলঙ্কাকে সস্তায় গুটিয়ে দেন বাবর আজমরা। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ইতিমধ্যেই বড় রানের ভিত গড়েছে।
কলম্বোয় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। যদিও তাদের সিদ্ধান্ত কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা দিনের প্রথম ২টি সেশনের মধ্যেই প্রথম ইনিংসে অল-আউট হয় দ্বীপরাষ্ট্র। ৪৮.৪ ওভারে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৬ রানে।
সিংহলিদের হয়ে ব্যাট হাতে কার্যত একা লড়াই চালান ধনঞ্জয়া ডি’সিলভা। লড়াকু হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন তিনি। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ৫৭ রান করে আউট হন ডি’সিলভা। এছাড়া ৪টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৩৪ রান করেন দীনেশ চণ্ডীমল।
বাকিদের মধ্যে দুই অঙ্কের রানে পৌঁছেছেন কেবল রমেশ মেন্ডিস ও ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে। মেন্ডিস ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ২৭ রান করেন। করুণারত্নে ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন। নিশান মদুষ্কা ৪, কুশল মেন্ডিস ৬, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৯, প্রবথ জয়সূর্য ১ ও অসিথা ফার্নান্ডো ৮ রান করেন। খাতা খুলতে পারেননি সাদিরা সমরাবিক্রমে ও দিলশান মদুশঙ্কা।
আরও পড়ুন:- Deodhar Trophy 2023: চন্দ্রযান-৪! স্পেস শাটলের মতো উড়ে গিয়ে সাম্প্রতিক সময়ের সেরা ক্যাচ প্রভসিমরনের- ভিডিয়ো
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৬৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন আবরার আহমেদ। ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন নাসিম শাহ। ৪৪ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন শাহিন আফ্রিদি। উইকেট পাননি নউমান আলি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান আগ্রাসী মেজাজে রান তুলতে থাকে। তারা প্রথম দিনের খেলা শেষ করে ২ উইকেটে ১৪৫ রান তুলে। পাকিস্তান সাকুল্যে ২৮.৩ ওভার ব্যাট করে। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন ওপেনার আবদুল্লা শফিক। তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৭৪ রান করে প্রথম দিনে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- Deodhar Trophy 2023: ব্যাট হাতে ব্যর্থ বিরাট, রিঙ্কুর একক লড়াই সত্ত্বেও তিওয়ারিদের কাছে হার বেঙ্কটেশের মধ্যাঞ্চলের
অপর ওপেনার ইমাম উল হক ৬ রান করে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শান মাসুদ। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন। বাবর আজম প্রথম দিনে অপরাজিত থাকেন ২১ বলে ৮ রান করে। ১টি চার মারেন পাক দলনায়ক। শ্রীলঙ্কার হয়ে এখনও পর্যন্ত ২টি উইকেটই নিয়েছেন অসিথা ফার্নান্ডো। আপাতত প্রথম ইনিংসের নিরিখে শ্রীলঙ্কার থেকে মাত্র ২১ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।
For all the latest Sports News Click Here