‘নিজেকে সবসময় প্রশ্ন করতে থাকি’, তৃতীয় ODI-তে সেরা হয়ে বললেন শার্দুল
ভারত ৩। নিউজিল্যান্ড ০। ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজের এটাই ফলাফল। সিরিজের শেষ ম্যাচেও জয় ভারতের। হোয়াইটওয়াশ হতে হল নিউজিল্যান্ডকে। এই ম্যাচে ভালো পারফম্যান্স করেন শার্দুল ঠাকুর। ৬ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। আর এই পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন শার্দুল। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলে গেলেন, ‘আমি খুব বেশি ভাবি না। বল হোক বা ব্যাট আমাদের সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হয়।’
ম্যাচে টসে হেরে ব্যাটিং প্রথমে ব্যাট করে ভারত। রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেনিং জুটিতে ভর করে স্কোর বোর্ডে ৩৮৫ রানের বিশাল রান যোগ করে টিম ইন্ডিয়া। শার্দুল শেষের দিকে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৫ করেন। তাঁর তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৪৭.০৬। বল হাতেও নজর কাড়েন তিনি। ৬ ওভারে ৪৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
ভারতের ইনিংসের শুরুতে ওপেনিং জুটি থেকে আসে দুইটি শতরান। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৮৫ বলে করেন ১০১ রান। অন্যদিকে তরুণ ব্যাটার শুভমন করেন ৭৮ বলে করেন ১১২ রান। শেষের দিকে হার্দিক পান্ডিয়াও অর্ধশতরান করে যান। নিউজিল্যান্ডকে ৩৮৬ রানের বড় লক্ষ্যমাত্রা দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৯৫ রানে। স্কোরবোর্ডে বিশাল রান থাকায় ভারতীয় বোলারদের অনেকটা সুবিধা হয়।
শার্দুল ছাড়াও ম্যাচে তিন উইকেট পান কুলদীপ যাদব। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ও উমরান মালিক একটি করে উইকেট নেন। চাহাল ৪৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তবে ম্যাচের সেরার পুরস্কার পান শার্দুল। পুরস্কার নিয়ে শার্দুল বলেন, ‘দলের সব সতীর্থরা আমাকে পছন্দ করে, আমিও তাদের সমান ভাবেই পছন্দ করি। আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করি, কী করা দরকার। এবং পরেরবার সেটা করব। আমি খুব বেশি ভাবি না। কারণ ব্যাট বা বল যাই হোক না কেন আমাদের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সবাই ব্যাটিং উপভোগ করে এবং আধুনিক দিনের খেলা ব্যাটিং পুরো ব্যাটিং নির্ভর। আপনি কি তাই মনে করেন না?’
অন্যদিকে সিরিজের সেরা হন শুভমন গিল। তিনি এখন স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে করেন ডবল সেঞ্চুরি। এই ম্যাচেও সেঞ্চুরি পান তিনি।
For all the latest Sports News Click Here