‘নিজেকে চিমটি কাটছি, স্বপ্ন সত্যি হয়’, ব্রিটিশ পার্লামেন্টের স্বীকৃতি হাতে করণ
২০২৩ সালে পরিচালক হিসাবে ২৫ বছর পূর্ণ করেছেন করণ জোহর। আর এই বিশেষ বছরকে আরও বেশি খাস করে তুলল ব্রিটিশ পার্লামেন্ট। হ্যাঁ, রানির দেশে সম্মানিত এই বলিউড ফিল্মমেকার। সুখবর আগেই মিলেছিল, আর মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের তরফে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হল করণ জোহরের হাতে। সেই গর্বিত মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক।
দুটি ছবি শেয়ার করেছেন করণ, প্রথমটিতে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ফ্রেমবন্দি শংসাপত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন করণ জোহর, অন্যটিতে পুরস্কার গ্রহণের মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। এই বিশেষ দিনে কালো রঙা ফর্মাল পোশাকে দেখা মিলল ধর্মা প্রোডাকশনের কর্ণধারের।
কেন এই সম্মান?
ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্যই সম্মানিত হলেন পরিচালক। বর্হিবিশ্বে ভারতীয় সংস্কৃতিকে যেভাবে তুলে ধরেছে তাঁর চলচ্চিত্র তার জন্যই পুরস্কৃত করা হল করণ জোহরকে। যদিও করণের কথায়, তিনি এই সম্মানের ‘যোগ্য’ নন। তবে বর্হিবিশ্বে হিন্দি ছবির জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে করণ জোহরের অবদান অনস্বীকার্য।
করণের স্বপ্নপূরণ
পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত করণ। কাকতালীয়ভাবে মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে পরিচালক করণের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র টিজার। করণ ইনস্টাগ্রামে লেখেন, ‘আজকের দিনটা খুব বিশেষ আমার জন্য! আমি সত্য়ি সৌভাগ্যবান, যে ব্রিটিশ পার্লামেন্টের তরফে এই সম্মান পেয়ে। লেস্টারের মাননীয়া ব্যারোনেস ভার্মা এই স্বীকৃতি প্রদান করেছেন। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ২৫ বছর পূর্তি সেলিব্রেট করছি, আজ রকি অউর রানি কি প্রেম কাহিনির টিজারও সামনে এসেছে।’
এরপর করণ যোগ করেন, ‘আজকের দিনটা এমন একটা দিন, যখন আমি নিজেকে চিমটি কাটছি, উপলব্ধি করছি হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়। সকলকে ধন্যবাদ এই অকৃত্রিম ভালোবাসার জন্য আমার এই দীর্ঘ সফরে। আমি শপথ নিচ্ছি, আরও অনেক (ভালো) কিছু অপেক্ষা করছে’।
শুভেচ্ছায় ভাসছেন করণ
ব্রিটিশ পার্লামেন্টের তরফে এই সম্মান পেয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন করণ জোহর। প্রীতি জিন্টা, শাবানা আজমি, রণবীর সিং, টুইঙ্কল খান্না, শ্বেতা বচ্চন- সকলেই শুভেচ্ছা জানিয়েছেন করণকে। টাইগার শ্রফ লেখেন- ‘অভিনন্দন গুরুজি’। সোনি রাজদানের কথায়, ‘তুমি এই সম্মানের যোগ্য, অনেক অভিনন্দন’।
ব্রিটিশ যুক্তরাজ্য করণের প্রিয় শ্যুটিং ডেস্টিনেশন
করণের সঙ্গে ব্রিটিশ যুক্তরাজ্যের সম্পর্ক ভীষণ খাস। পরিচালকের একাধিক ছবির শ্যুটিং হয়েছে সে দেশে। তালিকায় রয়েছে, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’। ব্রিটেনের বক্স অফিসেও বরাবর ভালো ব্যবসা করেছে করণের ছবি। ‘কভি খুশি কভি গম’ এবং ‘মাই নেম ইজ খান’ ইউকে- বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙেছিল। ব্যক্তিগতভাবেও লন্ডন করণের প্রিয় শহর। বর্তমানেও দুই সন্তান যশ ও রুহিকে নিয়ে সেদেশে ছুটি কাটাচ্ছেন পরিচালক।
মুক্তির অপেক্ষায় করণের নতুন ছবি
শীঘ্রই দীর্ঘ বিরতির পর পরিচালকের আসনে ফিরছেন করণ। ‘ইয়ে দিল হ্য়ায় মুশকিল’ পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে জুলাই মাসের ২৮ তারিখ। ছবিতে লিড রোলে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। ছবি মুক্তির আগে এই বিশেষ সম্মান নিঃসন্দেহে বড় প্রাপ্তি পরিচালকের জন্য।
For all the latest entertainment News Click Here