নিখোঁজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব চৌধুরীর বাবা, ভুগছিলেন অবসাদে
কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব চৌধুরী। গত ৪ দিন ধরে নিখোঁজ তাঁর বাবা পরেশনাথ চৌধুরী। ৫৮ বছর বয়স পরেশনাথবাবুকে শেষ দেখা গেছিল বেগুসরাইতে। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন অভিনব। বলেছেন, ‘গত ১৪ ডিসেম্বর সন্ধ্যে ৭টা থেকে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনই সন্দেহ হওয়াতে সন্ধ্যা ৭:৪০ থেকে আমার মা, ছোট ভাই এবং কাকা জোরকদমে বাবার খোঁজ শুরু করেন।
অনুসন্ধান পর্ব চলাকালীন পরদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর সকালবেলায় বাচঁওয়াড়া জংশন রেল স্টেশনের সামনে বাবার সাইকেল পড়ে থাকতে দেখা যায়। আপাতত মনে করা হচ্ছে স্টেশন থেকে তিনি কোনও ট্রেনে উঠে পড়েছেন। তবে আরও ভয়ের কথা তাঁর কাছে কোনও টাকাপয়সা কিংবা ফোন কিছুই নেই’।
সামান্য থেমে এই ছোটপর্দার জনপ্রিয় মুখ আরও জানান এই অনুসন্ধান পর্বে আরও উদ্ঘাটিত হয় ওই সময়ে দু’টি ট্রেন সেই স্টেশনে দাঁড়িয়েছিল। একটি গেছিল লখনউয়ের উদ্দেশে এবং অন্যটি দিল্লির। বাবার খোঁজ পাওয়ার উদ্দেশে জনসাধরণের উদেশ্যে তাঁর বার্তা, ‘আমার বাবা উচ্চতায় প্রায় ৬ফুট, শেষবার তাঁকে দেখা গেছে শার্ট এবং কালো রঙের ট্রাউজার্সে। গায়ে চাপানো ছিল হাফ হাত সবুজরাঙ্গা সোয়েটার এবং ধূসর রঙের শাল। পায়ে ছিল কালো রঙের চটি’।
কোনও লুকোছাপা না করে অভিনব জানিয়েছেন বেশ কিছু সময় ধরে অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। ডাক্তারও দেখানো হয়েছিল। নিখোঁজ হওয়ার আগে শেষ কয়েকদিন নাকি বাড়ির কারওর সঙ্গেই তেমন কথা বলতেন না। রাতে ঘুমোতেনও না। সে ব্যাপারে খোঁজ নেওয়া হলে ফোনে নাকি একবার অভিনবকে তিনি হালকা গলায় জানিয়েছিলেন যে তাঁর স্রেফ রাতে ভালো করে ঘুম হচ্ছে না। ব্যাস, আর কোনও সমস্যা নেই। অভিনেতার পরিবার তাঁকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করা শুরু করেছিলেন, তার মধ্যেই এই ব্যাপার।
তবে অভিনবের কানে গেছে কেউ কেউ নাকি তাঁর বাবাকে দিল্লির পান্ডব নগরে দেখেছেন। ইতিমধ্যেই সেখানে খোঁজ খবর শুরু করেছেন অভিনবেরবন্ধুরা।বেগুসরাই থানাতেও জানানো হয়েছে।
For all the latest entertainment News Click Here