নিকিন অবিশ্বাস্য ক্যাচ ধরলেও রানার সঙ্গে ঝামেলায় জড়ালেন বাংলাদেশের সৌম্য- Video
শুধু ব্যাটে-বলে আগ্রাসী পারফর্ম্যান্সেই নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম মানসিকতা ও শরীরি ভাষাতেও যে অত্যন্ত আগ্রাসী, সেটা হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশ-এ দল। বিশেষ করে অভিজ্ঞ সৌম্য সরকার এমার্জিং এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের সেই আগ্রাসনের গনগনে আঁচটা টের পেলেন ভালোভাবেই।
কলম্বোয় এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে ছিল না ভারত। তারা মাত্র ২১১ রানে অল-আউট হয়ে যায়। হাতে অল্প রানের পুঁজি নিয়েও ভারত পালটা লড়াই চালায় পূর্ণ উদ্যমে। বাংলাদেশ একসময় ওপেনিং জুটিতে ৭০ রান তুলে ফেলে। তার পরেও যশ ধুলদের বডি ল্যাঙ্গুয়েজে বিন্দুমাত্র হতাশা ধরে পড়েনি।
একবার উইকেটের স্বাদ পাওয়ার পরেই ভারতীয় বোলারদের সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। বাংলাদেশ শিবিরে পরপর ধাক্কা দিয়ে তাদের কোণঠাসা করে ভারতীয়-এ দল। শেষমেশ বাংলাদেশকে ১৬০ রানে অল-আউট করে ভারত লো-স্কোরিং ম্যাচে জয় তুলে নেয়। কঠিন পরিস্থিতি থেকে ৫১ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয়-এ দল।
আরও পড়ুন:- Kohli Breaks Sachin’s Record: সচিনের ‘সেঞ্চুরির’ রেকর্ড ভেঙে কিংবদন্তি ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
ম্যাচে সৌম্য সরকারের অবিশ্বাস্য ক্যাচ ধরেন নিকিন জোস। দ্বিতীয় ইনিংসের ২৫.২ ওভারে যুবরাজসিং দোদিয়ার বলে লেগ-সাইডে হালকা শট খেলার চেষ্টা করেন সৌম্য। বল তাঁর ব্যাটের কানায় লেগে গালি অঞ্চলে উড়ে যায়। স্লিপ থেকে দৌড়ে গিয়ে শরীর ছুঁড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন নিকিন।
ভারতীয় ক্রিকেটাররা রীতিমতো আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেশন শুরু করে দেন নিকিন ক্যাচ ধরা মাত্রই। যদিও সৌম্য আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। হর্ষিত রানা ব্যাটসম্যানের ঠিক সামনেই ফিস্ট পাম্প করেন, সৌম্যর যা মোটেও পছন্দ হয়নি। বাংলাদেশের তারকা রানার উদ্দেশ্যে বাক্যবাণ ছুঁড়ে দেওয়া মাত্রই পালটা দেন হর্ষিত। তিনি হাত দেখিয়ে সৌম্যকে সাজঘরে ফেরার ইঙ্গিত দেন।
আরও পড়ুন:- সব থেকে বেশি আন্তর্জাতিক রান: কালিসকে টপকে পাঁচে কোহলি
ভারতীয় ক্রিকেটাররা রানাকে শান্ত করার চেষ্টা করেন। স্কোয়ার লেগ আম্পায়ার দৌড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে পড়েন। সাই সুদর্শনকে অবশ্য হাত জোড় করে রানার হয়ে ক্ষমা চেয়ে নিতে দেখা যায় সৌম্যর কাছে। সুদর্শন বাংলাদেশের তারকা ক্রিকেটারকে অকারণে ঝামেলা না বাড়িয়ে ক্রিজ ছাড়তে বলেন।
ম্যাচে ভারতের হয়ে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যাপ্টেন যশ ধুল। ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন নিশান্ত সিন্ধু। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যশ ধুল।
For all the latest Sports News Click Here