নিউজ সার্চ করতে গিয়ে দেখি শেন ওয়ার্ন মারা গিয়েছে: প্রাক্তন অজি তারকা
শুভব্রত মুখার্জি: মাত্র ৫২ বছর বয়সে ইহলোকের মায়া কাটিয়ে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিশ্বশ্রেষ্ঠ কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার মৃত্যুকে এখনও মেনে নিতে পারেনি গোটা বিশ্ব জুড়ে থাকা ক্রিকেট সমর্থক থেকে ক্রিকেটার সকলেই। ওয়ার্নের সন্তানরা তার বাবার মৃত্যুকে এখনও একটা ‘বাজে স্বপ্ন’ বলেই ধরে নিয়েছেন। এমন আবহে ওয়ার্নের মৃত্যু সংবাদ ঠিক কোনও পরিস্থিতিতে পেয়েছিলেন সেকথা জানালেন একদা তার সতীর্থ তথা বিশ্বকাপজয়ী অজি তারকা ব্রেট লি। ইন্টারনেটে শেন ওয়ার্ন নিউজ বলে সার্চ করেই তার মৃত্যুর খবর জানতে পেরেছিলেন বলে জানালেন ব্রেট লি।
ব্রেট লি পডকাস্টে ‘বিঙ্গা’ বলেন মার্চ মাসের ৪ তারিখ একেবারে কাকভোরে তিনি কীভাবে এই মর্মান্তিক সংবাদ পান। ‘আমার ফোনের সাউন্ড সাধারণত কম থাকে। রিংটোন বেশ লো করা থাকে। আমি আমার বাবা-মা’র সঙ্গে ছিলাম। প্রথমে সাউথ কোস্ট এবং তারপরে সাউদার্ন আইল্যান্ডে ছিলাম। আমার ফোনের লাইটে সারা ঘর আলোকিত হয়ে উঠছিল। আমি সেই সময় ফোনের দিকে তাকাই। দেখি গ্রেম সোয়ান ফোন করছে। আমাকে ও বলে ওয়ার্নির খবরটা আমার বিশ্বাস করতে পারছি না। রাত তখন ১টা বাজে। আমি ভাবতে শুরু করি ওয়ার্ন আবার কী করল!’
তিনি আরও যোগ করেন ‘ওয়ার্নের বিষয়ে আবার কি কোন বিতর্ক তৈরি হয়েছে! আমি ফোন নিয়ে বসে পরি। টাইপ করি শেন ওয়ার্ন নিউজ। সার্চের রেজাল্ট থেকে জানতে পারি ও আচমকা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আমি ভাবতে থাকি এটা কী লিখছে! আমার বাবা পরের দিন সিঁড়ি থেকে নেমে এসে বলে ওয়ার্ন মারা যেতে পারে না। ঠিক এই অনুভূতিটাই এখনও রয়েছে গোটা অস্ট্রেলিয়া জুড়ে।’
For all the latest Sports News Click Here