নিউজিল্যান্ড সফরে না গেলেও, ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে মাঠে নামছেন শাকিব
শুভব্রত মুখার্জি
বাংলাদেশের সিনিয়র দলের হয়ে নিউজিল্যান্ড সফরে খেলতে যাননি শাকিব আল হাসান। পাকিস্তান সিরিজের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন শাকিব। তা বিসিবির তরফে অনুমোদনও করা হয়। তবে কিউয়িভূমে সফরে না গেলেও দেশের ঘরোয়া ক্রিকেট লিগে খেলবেন টাইগারদের সেরা অলরাউন্ডার।
ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন শাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশেও পৌঁছে গিয়েছেন শাকিব। বৃহস্পতিবার অর্থাৎ ৬ই জানুয়ারি ভোরে বাংলাদেশে পৌঁছেছেন শাকিব। ৯ জানুয়ারি সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট । উল্লেখ্য, আগেই গুঞ্জন ছিল এই টুর্নামেন্টে খেলতে পারেন শাকিব। সেই গুঞ্জনকেই সত্যি করে টুর্নামেন্টে অংশ নিতে দেশে ফিরলেন মতান্তরে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
দেশের মাটিতে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরবর্তীতে পরিবারের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন শাকিব। ছুটি নিয়েছিলেন চলতি কিউয়ি সিরিজ থেকেও। তবে এবার আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি সারতে ঘরোয়া ক্রিকেটের ২২ গজে নামবেন তিনি।বিসিএলে এবার ওয়ানডেও আয়োজন করা হচ্ছে। নিজে থেকে বিসিএলে খেলার আগ্রহ দেখিয়েছিলেন শাকিব। এরপরেই ওয়ালটনের সঙ্গে তাঁর কথা পাকাপাকি হয়। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানও এই প্রতিযোগিতায় খেলবেন। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সিলেটে। ৯, ১১, ১৩ জানুয়ারি সিলেটের দুই মাঠে ম্যাচগুলো হবে। ১৫ জানুয়ারি হবে ফাইনাল। তবে ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি।
For all the latest Sports News Click Here