নিউজিল্যান্ডে অস্ত্রোপচার বুমরাহর, ৫০ ওভারে বিশ্বকাপে কি খেলতে পারবেন আদৌও?
ভারতীয় দল এবং ভক্তদের জন্য সুখবর। ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহর অস্ত্রোপচার সফলভাবে হল। গত কয়েকদিন আগেই বুমরাহর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তাই বুমরাহকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চের বিখ্যাত অর্থোপেডিক সার্জেন চিকিৎসক রোবেন স্টাউটনের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয় বুমরাহর।
চোটের জন্য দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরাহ। বিভিন্ন সময় দলে ফিরে আসার চেষ্টা করলেও তাঁর পিঠে চোট তাঁকে কাবু করেছে। ফিটনেস প্রমাণ করে জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। এই আবহেই চলতি বছরের শেষের দিকে ঘরের মাঠে বসবে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রুত সুস্থ করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে বিসিসিআই। নিউজিল্যান্ডে বুমরাহর অস্ত্রোপচার সফলভাবে হলেও আসন্ন ওডিআই বিশ্বকাপে বুমরাহ থাকতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে পিঠের চোটে কাবু বুমরাহ। গত বছর ইংল্যান্ড সফরের সময় এই চোট ফের সমস্যাই ফেলে দেয় তাঁকে। এরপর সেরে উঠে গত বছর সেপ্টেম্বর মাসে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। কিন্তু ফের পিঠের ব্যথায় কাবু হতে হয় তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে আর কোনও ঝুঁকি নেয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বর্তমানে ঘরের মাঠে চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও জায়গা হয়নি তাঁর। ওয়ানডে দলেও নেই তিনি।
একসময় তাঁকে নিয়ে সমর্থকরা কটাক্ষ করতে থাকেন। অভিযোগ ওঠে বুমরাহ জাতীয় দল নয় আইপিএল দলের ক্রিকেটার। কিন্তু এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা হচ্ছে না তাঁর। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সেরে উঠতে ছয় মাস মতো সময় লাগবে বুমরাহর। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি বছরের অগস্ট মাসের আগে তাঁকে ২২ গজে দেখা যাবে না।
তবে প্রশ্ন উঠতে শুরু করেছে অগস্ট মাসে অনুশীলন শুরু করলে কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। অল্প কয়েকদিন অনুশীলন করে জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন? ভারতীয় বোর্ড কি দীর্ঘদিন ধরে খেলার মধ্যে না থাকা বুমরাহকে সরাসরি বিশ্বকাপে খেলানোর ঝুঁকি নেবে? অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খেলেও আপাতত স্বস্তি পেয়েছে ক্রিকেটপ্রেমী ও তাঁর ভক্তরা। সবাই কামনা করছে তাড়াতাড়ি সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক এই তারকা জোরে বোলার।
For all the latest Sports News Click Here