নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৬৫ উইকেট অশ্বিনের, স্পর্শ করলেন রিচার্ড হেডলিকে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারে দুরন্ত ছন্দে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কানপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৬ উইকেট নেন তিনি। মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন ভারতের তারকা স্পিনার। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৩ উইকেট নিয়ে ফেলেছেন অশ্বিন। সেই সঙ্গে তিনি স্পর্শ করেছেন কিউয়িদের কিংবদন্তি বোলার রিচার্ড হেডলিকে।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক এতদিন ছিলেন প্রাক্তন কিউয়ি পেসার। তিনি ১৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছেন। অশ্বিনও সেই রেকর্ড এ বার স্পর্শ করলেন। রবিবার টম লাথাম, উইল ইয়ং, রস টেলরকে ফিরিয়ে হেডলির ৬৫ উইকেটের নজির স্পর্শ করেন অশ্বিনও। এই মুহূর্তে যুগ্ম ভাবে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক হেডলি এবং অশ্বিন। তবে অশ্বিনের সামনে মুম্বইয়েই হেডলিকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আর ১ উইকেট নিতে পারলেই তিনি টপকে যাবেন প্রাক্তন কিউয়ি পেসারকে।
মুম্বই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ভারতের ১০ উইকেট তুলে নেন। ৩২৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নামলে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। অক্ষর প্যাটেল নেন ২ উইকেট। ১ উইকেট নেন জয়ন্ত যাদব।
দ্বিতীয় ইনিংসে ভারত ২৬৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে। ৭ উইকেট হারিয়ে তারা ২৭৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। নিউজিল্যান্ডের সামনে ৫৪০ রানের লক্ষ্য রাখে বিরাট কোহলি ব্রিগেড। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান দক্ষিণ আফ্রিকার। অশ্বিনের ৩ উইকেট ছাড়াও অক্ষর প্যাটেল ১ উইকেট নিয়েছেন। একটি রান আউট হয়েছে। সোমবার রিচার্ড হেডলিকে টপকে যাওয়ার বড় সুযোগ থাকছে অশ্বিনের সামনে।
For all the latest Sports News Click Here