‘না না, একদম নেপোটিজম নয়!’ জাহ্নবী ব্যাট হাতে নিতেই কটূক্তির বন্যা
স্টার কিড বলেআবার কটাক্ষের মুখে জাহ্নবী কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর একটি ভিডিয়ো। সেটি নিয়েই বিরাট কটূক্তির বন্যা বইছে।
সম্প্রতি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নামের একটি ছবিতে অভিনয় করছেন জাহ্নবী। সেই ছবিতে তাঁকে দেখা যাবে এক ক্রিকেটারের ভূমিকায়। এই খবরটি এখন পুরনো হয়ে গিয়েছে। কিন্তু হালে এমন কিছু ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, অভিনয়রে জন্য তেড়েফুঁড়ে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
একটি অনলাইন সংবাদমাধ্যম তাদের ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী রীতিমতো গ্লাভস, প্যাড পরে ব্যাট হাতে নেমে পড়েছেন নেচ প্র্যাকটিস করতে। আর সেই ভিডিয়ো সামনে আসতেই কটূক্তির শুরু।
অনেকেই এই ভিডিয়োর নীচে লিখেছেন, জাহ্নবীকে দেখে বোঝা যাচ্ছে না, তিনি ক্রিকেট খেলছেন নাকি ফুটবল। কেউ আবার লিখেছেন, আগামী ক্রিকেট বিশ্বকাপে জাহ্নবীকেই ভারতের হয়ে খেলতে পাঠানো হোক। এরই মাঝে বহু মন্তব্য এমনও রয়েছে, যেখানে জাহ্নবীর পরিবারের পরিচয় তুলে তাঁকে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে, নেহাত স্টার কিড বলেই তিনি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। একজন লিখেছেন, ‘না না, নেটোটিজম একদম চলে না।’
তবে এ সবের মধ্যে থেমে থাকেননি জাহ্নবী। তিনি দিনের পর দিন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নতুন এই ছবির জন্য। অনেকে আবার সেই কারণেই জাহ্নবীর প্রশংসাও করেছেন। লিখেছেন, যত দিন যাচ্ছে, জাহ্নবী উন্নতি করছেন। তাঁর অভিনয় যেমন ভালো হচ্ছে, তেমনই ভালো হচ্ছে চরিত্র নির্বাচনও। কেউ কেউ বলেছেন, জাহ্নবী যেভাবে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার জন্য পরিশ্রম করছেন, সেটিও অত্যন্ত প্রশংসনীয়।
For all the latest entertainment News Click Here