‘না আমি নতুন, না সাহসী’, এই বলে নিজের পুরস্কার অন্যকে দিয়ে দেন অমিতাভ, কেন জানেন
পাঁচ দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশা নামে পরিচিত তিনি। অনেকেরই অনুপ্রেরণা বিগ বি। অভিনেতা একবার তাঁর ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার তৎকালীন ‘নবাগত’ আমির খান এবং সঞ্জয় দত্তকে দিয়ে দিয়েছিলেন। যেহেতু আমির অনুষ্ঠানে হাজির ছিলেন না, তাই সঞ্জয় ট্রফিটি বাড়িতে নিয়ে যান।
১৯৯১ সালের ‘হাম’ ছবিতে অভিনয়ের জন্য অমিতাভ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। অন্যান্য মনোনীতদের তালিকায় ছিলেন, ‘দিল হ্যায় কে মানতা নেহি’ ছবির জন্য আমির খানের নাম, ‘লামহে’ ছবির জন্য় অনিল কাপুরের নাম, ‘সওদাগর’ ছবির জন্য দিলীপ কুমারের নাম এবং ‘সাজন’ ছবির জন্য সঞ্জয় দত্তের নাম।
আরও পড়ুন: Jotugriho release date: কালীপুজোতেই জ্বলে উঠবে ‘জতুগৃহ’! বনি-পরমের নতুন ছবি নিয়ে জানা গেল নতুন কথা
ডিম্পল কাপাডিয়া নাম ডাকতেই মঞ্চে উঠে অমিতাভ প্রবীণ অভিনেতা রাজ কুমারের পাশে গিয়ে দাঁড়ান। রাজ কুমারকে আলিঙ্গন করে অভিবাদন করেন বিগ বি। তাঁকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ডিম্পলের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন।
আরও পড়ুন: অনেক বছর কেটে গেল! বিয়ের এত দিন পরে মাধুরীকে নিয়ে কী বললেন শ্রীরাম
এক বছর আগে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন অমিতাভ। এই কথা উল্লেখ করে অমিতাভ বলেন, ‘পুরস্কার পেয়ে আমি অনেক সম্মানিত বোধ করেছি। ওই পুরস্কারটা পেয়ে মনে হয়েছিল, ভবিষ্যতের যে কোনও পুরস্কার পাওয়াটার রাস্তা বন্ধ হয়ে গেল।’
এর পরে তিনি বলেন, ‘আজকের অনুষ্ঠানের থিম হল সাহসী এবং নতুন মুখ। এই দুটো ক্যাটাগরির মধ্য়ে আমি পড়ি কি না জানি না। আমি সাহসী নই, আমার মুখও নতুন নয়। যেহেতু আজকের অনুষ্ঠানের থিম ভবিষ্যতের তারকা, নতুনদের নিয়ে, তাই আমি এই পুরস্কারটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এবং আমার সহকর্মী সঞ্জয় দত্ত এবং আমির খানের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাঁরা যদি আমার সঙ্গে মঞ্চে এসে এটি গ্রহণ করেন, আমি কৃতজ্ঞ বোধ করব।’
আরও পড়ুন: দাম্পত্য সুখের হয় কার গুণে? উত্তর দিতে পারবেন কৌশিক আর অপরাজিতা? জানাবে ‘কথামৃত’
সঞ্জয় দত্ত মঞ্চে উঠে অমিতাভ বচ্চনের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন। দু’জনে একসঙ্গে মঞ্চ থেকে নেমে আসেন।
For all the latest entertainment News Click Here