নায়িকা হয়েও খলনায়িকা! ‘সাহেবের চিঠি’-তে নতুন অবতারে দেবলীনা
পর্দায় এ যাবৎ তিনি পাশের বাড়ির মেয়ে। হাসিখুশি, প্রাণখোলা চরিত্রে মন জয় করেছেন দর্শকের। সেই দেবলীনা কুমারই এ বার খলনায়িকা। সৌজন্যের স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’।
এই ধারাবাহিকে এক নায়িকার ভূমিকায় দেখা যাবে দেবলীনাকে। বদলে যাবে চিরাচরিত সাজ। শ্যুট শুরু হবে আগামী সপ্তাহ থেকে। উচ্ছ্বসিত অভিনেত্রী। তাঁর কথায়, ‘টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা আমার নেই। আগে কখনও নেতিবাচক চরিত্র করিনি। কিন্তু এই চরিত্রটা একটু অন্য রকম। ভীষণ গ্ল্যামারাস। টেলিভিশনে সচরাচর এমনটা দেখা যায় না। তাই আরও বেশি আগ্রহ পেয়েছিলাম।’
ছবির কাজ, কলেজে শিক্ষকতা সামলেই টেলিভিশনে পা রাখছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। ভারসাম্য বজায় রাখতে পারবেন? দেবলীনা বললেন, ‘নানা কাজের মাঝেই ধারাবাহিক করার সিদ্ধান্ত। ১৫ দিনের বেশি তাই হয়তো সময় দিতে পারব না। সে ক্ষেত্রে এই ধরণের চরিত্র করলে চাপটা একটু হলেও কম থাকে।’
দেবলীনা জানান, তাঁর বাড়িতে ধারাবাহিক দেখার চল নেই। একটি টেলিভিশন আছে ঠিকই । তবে সেটির স্থানও তাঁরই ঘরে। কিন্তু এ বার কি সেই চিত্র বদলাবে ? ‘বাবা এখনও বুঝতে পারেনি টেলিভিশনে ঠিক কী করতে চলেছি। তবে মা বিষয়টা জানে। আমি বলে দিয়েছি, ওদের ফোনে অ্যাপ ইনস্টল করে দেব। সেখানেই আমার ধারাবাহিক দেখতে হবে’, ‘রঙ্গবতী’র কণ্ঠে খুনসুটির সুর।
একই চ্যানেলে অন্য ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনার স্বামী গৌরব। তবে কি প্রতিযোগিতা শুরু? প্রশ্ন শেষ না হতেই দেবলীনার যুক্তি, ‘এ সবের কোনও প্রশ্নই ওঠে না। স্বামী-স্ত্রীর মধ্যে আবার প্রতিযোগিতা কীসের! গৌরব এত দিন ধরে টেলিভিশনে কাজ করে। ও এ বিষয়ে আমার গুরু। ‘
For all the latest entertainment News Click Here