নায়িকা হবে অপ্সরার মতো! নেটমাধ্যমকে কাজে লাগিয়ে এই ভুল ধারণা ভেঙেছি: ঋতাভরী
ঋতাভরী চক্রবর্তীর মুকুটে নতুন পালক। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ছুঁল ৩ মিলিয়ন। অর্থাৎ ওই নির্দিষ্ট প্ল্যাটফর্মে বাঙালি অভিনেত্রীর ছবি, ভিডিয়ো দেখার জন্য এই মুহূর্তে ৩০ লক্ষ মানুষ তাঁকে ‘ফলো’ করেন।
নেটমাধ্যমে আগাগোড়াই সক্রিয় ঋতাভরী। কাজ থেকে ব্যক্তিজীবনের খুঁটিনাটি, সব কিছুই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত ‘ওগো বধূ সুন্দরী’র ললিতা। নতুন ছবি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন সকলকে। তাঁর কথায়, ‘ললিতার খোলস ছেড়ে বেরতে নেটমাধ্যম আমাকে অনেক সাহায্য করেছে। ওই ধারাবাহিকটি করার পর সকলেই আমাকে ললিতা হিসেবে চাইতেন। কিন্তু আমি অন্য ধরনের চরিত্র করতে চাইছিলাম। ইনস্টাগ্রামে নিজেকে মেলে ধরে মানুষ আমাকে নতুন ভাবে চিনেছেন।’
যখন ফেসবুক-ইনস্টাগ্রামের বিশেষ চল ছিল না, তখন থেকেই এই মাধ্যমগুলি ব্যবহার করতেন ঋতাভরী। তাঁর কথায়, ‘আমি সোশ্যাল মিডিয়ার জন্য ফোটোশ্যুট করতাম। ট্রাভেল ভ্লগ বানাতাম। তখন অনেকেই আমাকে দেখতে হাসত। এখন তাঁদের এক-একজন করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে।’
ঋতাভরীকে দেখা যাবে উইন্ডোজ প্রোডাকশনসের পরবর্তী ছবি ‘ফাটাফাটি’তে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বলা হত, নায়িকাকে হতে হবে অপ্সরার মতো সুন্দরী। আশা করি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই ধারণা ভাঙতে পেরেছি। সাহসী ছবি করছি। মানুষ সার্জারির পর আমার ওজন বেড়ে যাওয়া দেখেছেন। আমি আড়াল করার চেষ্টাও করিনি। অনেকেই হয়তো আমার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। তাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি খুব খুশি।’
For all the latest entertainment News Click Here