নায়কদের এখনও নাচগান করতে হচ্ছে, আমি, জুহি, রুবিনা এগিয়ে গিয়েছি: মাধুরী
সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন মাধুরী দীক্ষিত। বলা ভালো, নিজেকে প্রাসঙ্গিক রাখতে বদলে নিয়েছেন কাজের ধরন। এক সময়ে টানা বাণিজ্যিক ঘরানার ছবি করা অভিনেত্রী এখন ভরসা রাখছেন বিষয়ভিত্তিক চিত্রনাট্যের উপর।
মুক্তি পেতে চলেছে মাধুরীর ‘মজা মা’। অভিনেত্রী জানান, পর্দায় নারীদের চরিত্রায়নের গল্প ফুটিয়ে তুলতে ভালো লাগে তাঁর। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাধুরী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে ৪০ পেরিয়েও ভালো কাজ পাচ্ছেন অভিনেত্রীরা। তিনি বললেন, ‘পর্দায় আমি আগেও মায়ের চরিত্র করেছি। কিন্তু বড় পর্দায় আমাদের বয়সের মহিলাদের কী ভাবে দেখানো হবে, তা এখনও স্পষ্ট নয়। ওটিটি-তে ছবি হিট করানোর চাপ থাকে না।’
মাধুরী যদিও মনে করেন, বাণিজ্যিক ছবিও সময়ের সঙ্গে পরিণত হচ্ছে। সেখানে মহিলা চরিত্ররা গুরুত্ব পাচ্ছেন। উদাহরণ হিসেবে ‘বধাই হো’-র কথা বলেছেন তিনি।
নয়ের দশকের নায়িকাদের অনেকেই এখনও বিষয়ভিত্তিক ছবি করছেন। এ ক্ষেত্রে সেই সময়ের নায়করা কিছুটা হলেও পিছিয়ে। এমনটাই মনে করছেন মাধুরী। তাঁর কথায়, ‘এটা তো হওয়ারই কথা। মহিলারা পুরুষদের তুলনায় বেশি পরিণত।’ কথা শেষ করেই হেসে উঠলেন তিনি।
(আরও পড়ুন: নেচে মুগ্ধ করলেন মাধুরী, এখনই শাশুড়ি হতে প্রস্তুত? প্রকাশ্যে ‘মাজা মা’র টিজার)
মাধুরীর সংযোজন, ‘আমি নায়কদের দোষ দিই না। যে ধরনের বাণিজ্যিক ছবি ওরা করেন, সেখানে গান-নাচ করতে হয়। তাই তাঁরা সময় নিজের বয়স ধরে রাখার চেষ্টা করেন। এটা খারাপ কিছু নয়।’
(আরও পড়ুন: ‘গাড়ি ধুচ্ছেন মাধুরী দীক্ষিত’: মার্কিন মুলুকেও ভক্তরা পিছু ছাড়েনি ধকধক গার্লের)
নিজের সমসাময়িকদের প্রশংসা করে মাধুরীর বক্তব্য, ‘আমি, জুহি (চাওলা), রবীনা (ট্যান্ডন) খুব ভালো কাজ করছি। আমরা জীবনে এগিয়ে গিয়েছি। আমরা যেমন, পর্দায় নিজেদের তেমন ভাবেই মেলে ধরছি।’
For all the latest entertainment News Click Here