নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে হেলাফেলা করা ডায়লগ, বরুণের বাওয়াল নিয়ে বিতর্ক
গত ২১ জুলাই মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি বাওয়াল। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের এই ছবিটি মুক্তি পেতে না পেতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অনেকেই এই ছবিটিকে ইন্সেন্সিটিভ, অমানবিক বলে আখ্যা দিয়েছেন। এর মূল কারণ হচ্ছে এখানে সম্পর্ক ভাঙার সঙ্গে অনর্থক অসওইজে জিউদের সঙ্গে হওয়া বর্বর এবং অমানসিক অত্যাচারের তুলনা করা হয়েছে। নাৎজি জার্মানির সব থেকে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল এটি জিউদের। সেখানে তাঁদের উপর অত্যাচার চালানো হয়েছিল একটা সময়। সেই ভয়ঙ্কর কালো একটা অধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার তুলনাকে মানতেই পারছে না অনেকে।
অনেকেই টুইটারে বাওয়াল নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এক ব্যক্তি বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘ভেবেছিলাম এই ছবি টুইস্ট দেখে চমকে উঠব। কিন্তু ভাবিনি সবটা এভাবে ছড়িয়ে ফেলবে। নিজের টলমল, ভাঙতে থাকা সম্পর্কের সঙ্গে কেউ কী করে অসওইজকে তুলনা করতে পারে?
আরেকজন তো সোজাসুজি সেই ডায়লগ কোট করেই লেখেন যে সেটার তাঁর একদম ভালো লাগেনি। সেই ডায়লগে বলা হয়েছে ‘হর রিশতা আপনি অসওইজ সে গুজারতা হ্যায়’। এটাই অনেকেই মানতে পারেননি।
বাওয়াল নিয়ে অন্যান্য মানুষের প্রতিক্রিয়া।
এক ব্যক্তি লেখেন গল্পটার তো কোনও মানেই দাঁড়ায়নি।
আরেকজন লেখেন ভেবেছিলাম গিয়ে দেখব যে বিশ্বযুদ্ধের সঙ্গে ছবিটাকে কীভাবে মেলানো হয়েছে। কিন্তু এটা কী দেখাল?
অনেকেই অসওইজের প্রসঙ্গ এমন একটা জায়গায় অনর্থক রাখার জন্য প্রশ্ন তুলেছেন যে এটা প্রোডাকশন হাউজ থেকে গ্রিন সিগন্যাল পেল কীভাবে? অনেকে আবার লিখেছেন আমরা কি ক্রিয়েটিভিটি দেখাতে দেখাতে সীমা পরিসীমা ভুলে যাচ্ছি?
For all the latest entertainment News Click Here