নার্ভাস হয়ে ক্যাচ ফেলল ভরত, রায় কার্তিকের, চাঁচাছোলা আক্রমণ বাকি প্রাক্তনীদের
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনে স্বাগতিক ভারত প্রথম সেশনে আরও বেশি উইকেট পেতেই পারত। কিন্তু টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কেএস ভরত উইকেটের পিছনে একটি সহজ সুযোগ মিস করেছেন বলে সেই সুযোগ হাতছাড়া করে রোহিত অ্যান্ড কোম্পানি। এর ফলে সমালোচনার মুখে পড়েছেন কেএস ভরত। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর, প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী সহ বহু প্রাক্তনী তাঁর সমালোচনা করেছেন।
আসলে, অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড ব্যক্তিগত সাত রানে যখন ব্যাট করছিলেন তখনই তিনি আউট হতে পারতেন। কিন্তু কেএস ভরত একটি সহজ ক্যাচ ফেলে দেন। ফলে জীবন দান পান ট্রেভিস হেড। উমেশ যাদবের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ক্যাচটি মিস করেন কেএস ভরত। এটি এমন একটি ক্যাচ যা একজন উইকেটরক্ষক সহজেই ১০০ বারের মধ্যে ৯৯বার নিতে পারবেন। তবে কেএস ভরতের গ্লাভস থেকে সেই ক্যাচ পড়ে যায়। তাঁর দলের অধিনায়ক রোহিত শর্মাও এই মিস দেখে খুশি হতে পারেননি।
আরও পড়ুন… ভিডিয়ো: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রথের মতো দেখতে গাড়িতে দর্শকদের অভিবাদন নিলেন ভারত-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা
অন্যদিকে, রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, দীনেশ কার্তিক এবং ম্যাথু হেডেন এই মন্তব্য করার সময় নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। গাভাসকর বলেন, ‘এই ক্যাচগুলো যতটা সহজ মনে হয়, এগুলো ততটা সহজ। টেস্ট ক্রিকেটে অবশ্যই কোনও ক্যাচ সহজ নয়, কিন্তু এইটা দেখুন। বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। ব্যাটে আঘাত করে উইকেটরক্ষকের হাতে চলে যায়।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলেছেন, ‘তিনি শুধু ভুল জায়গায় হাত রেখেছিলেন। তিনি সরেছিলেন, কিন্তু তারপরে সামঞ্জস্য রাখতে পারেননি। এটা প্রায় তার চিন্তার মত যে বল সবসময় এখানে থাকা উচিত। কিন্তু এটা তাই ছিল না।’ একইসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘এটা ড্রপ ক্যাচ! সহজ ক্যাচ ড্রপ করল। এটা একটা সোজা সুযোগ ছিল, যেটা হাতছাড়া করল।’
আরও পড়ুন… বায়ার্নের কাছে হেরে শেষ মেসিদের Champions League অভিযান, কোয়ার্টারে এসি মিলান
এর ছাড়াও উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক মন্তব্য করেছেন, ‘আপনার মনে হচ্ছে তিনি কিছুটা নার্ভাস ছিল। বল যেখানে ছিল তার হাত নীচে ছিল। আপনাকে শুধু একটা কথা বলতে হবে যে বলটি উপরে-নীচে যাচ্ছে। সে মনে করছে। তার চেয়েও বেশি করে। হাত যেখানে থাকা উচিত ছিল তাঁর থেকে একটু নীচে ছিল তাঁর হাত। খুব কঠিন ছিল। আমি ভাবছি যে সে এই মুহূর্তে খুব নার্ভাস।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here