‘নারী কিন্তু পণ্য নয়’, পছন্দের পাত্রীর কথা বলতে গিয়ে মুগ্ধ করা জবাব অনির্বাণের!
টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর-এর তালিকা থেকে বছর দুয়েক আগেই নাম কাটা পড়েছে অনির্বাণ ভট্টাচার্যের। ২০২০ সালের নভেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে ‘বিবাহ অভিযান’ সেরে ফেলেছিলেন অনির্বাণ। অভিনেতার কেরিয়ারের শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে তাঁর প্রেম কাহিনি অজানা ছিল না, তবে প্রকাশ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কোনওদিনই কথা বলেননি অনির্বাণ। বিয়ের পর অনির্বাণের স্ত্রীকে অনেকেই কুরুচিকর আক্রমণ করেছেন। বডি শেমিং-এর শিকার হয়েছেন মধুরিমা। পালটা জবাবও এসেছে অনির্বাণের তরফে। তবে জানেন কি অনির্বাণের কেমন পাত্রী পছন্দ? সেই নিয়ে বেশ কয়েক বছর আগেই নিজের চিন্তাভাবনা জাহির করেছিলেন অভিনেতা, যা আপনাকে চমকে দিতে পারে!
কেমন পাত্রী পছন্দ অনির্বাণ ভট্টাচার্যের?
জনপ্রিয় সাংবাদিক শর্মিলা মাইতি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আদর্শ জীবনসঙ্গিনী কেমন হবে তা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল অনির্বাণকে। ‘বিবাহ-অভিযান’ ছবির প্রেস মিটে এক মহিলা ভক্তের তরফে এই প্রশ্ন রাখা হয়েছিল অনির্বাণের কাছে। অনির্বাণে অকপটে বলেছিলেন- ‘আমার পছন্দ বা অপছন্দের উপর এই উত্তর নির্ভরশীল নয়। এবার তো মেনু কার্ডের মতো করে বলতে হবে… একটু কম কথা বললে ভালো, এই প্রশ্নটা কোনওদিন কাউকে জিজ্ঞাসা করো না। কারণ তোমার নিজেরও তো বিয়ে হবে, তখন তোমার খারাপ লাগবে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার বর কেমন বউ চায়? তখন তোমার নিজেকে পণ্য মনে হবে, মানুষ নয়। আমরা দোকানে জিনিস কিনতে গেলে জিজ্ঞাসা করি এটা মিষ্টি হবে তো? এই চা-টা ভালো হবে তো? এটা কতক্ষণ ফোটাতে হবে? মানুষ, নারী হোক বা পুরুষ সে পণ্য নয়।’
এখানেই শেষ নয়, এরপর অনির্বাণ যোগ করেন, ‘ফলত এগুলো ওই ক্যাটেগোরাইজ করে হয় না। একেক জন মানুষ একেক জনের সঙ্গে আসে,একসাথে থাকে, ভালোবাসে.. তাঁদের মধ্যে প্রেম হয়, তাঁদের মধ্যে একসঙ্গে থাকার চাহিদা তৈরি হয় এবং তাঁরা বিয়ে করে। এগুলো না থাকলে তো সেটা বিয়ে নয়…’।
অনির্বাণে মুগ্ধ নেটিজেনরা
অনির্বাণের এই ভিডিয়ো নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অনির্বাণের মানসিকতায়। কেউ লিখেছেন,’এমন ভাবনার পুরুষ সত্যি আছেন?’ অনেকে লিখেছেন, ‘এতদিন অভিনেতা অনির্বাণকে ভালোবাসতাম, এবার তো মানুষ অনির্বাণের প্রেমে পড়ে গেলাম’। কমেন্ট বক্সে একজন লেখেন- সত্যি,এই ছেলেটার একটা দারুণ ব্যক্তিত্ব আছে।যেটা পর্দায় এবং পর্দার বাইরেও সব সময় প্রকাশ পায়’।
উল্লেখ্য, কালীপুজোয় মুক্তি পেতে চলেছে অনির্বাণ পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’। এই হরর কমেডি হতে চলেছে পরিচালক অনির্বাণের প্রথম ফিচার ফিল্ম। সম্প্রতি অনির্বাণ জানিয়েছেন, পরিচালনা থেকে অন্তত ২ বছরের বিরতি নিচ্ছেন তিনি, ফোকাস করবেন অভিনয়ে।
For all the latest entertainment News Click Here