‘নারীসুলভ কাউকে চাইছিল’, সত্য পলের শ্যুটিং থেকে কেন বাদ গিয়েছিলেন জানালেন তাপসী
বলিউডের এখন অন্যতম নামকরা এবং ব্যস্ত অভিনেত্রী হলেন তাপসী পান্নু। কিন্তু এ হেন অভিনেত্রীকে নাকি একবার তাঁর লুকের কারণে ফটোশ্যুট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল তাঁরা মেয়েদের মতো দেখতে কাউকে খুঁজছেন! অভিনেত্রী সম্প্রতি তেমনটাই জানালেন। তাঁর কথা অনুযায়ী তিনি সত্য পলের বিজ্ঞাপনের একটি কাজের জন্য মডেল হিসেবে অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু তখন তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। শাড়ি পরিহিতা মডেলের শ্যুটের জন্য নাকি তাঁর বয়স তখন ভীষণ কম ছিল!
অভিনেত্রী জানান তিনি তাঁর মর্জি, পছন্দ অনুযায়ী খরচ করতে চেয়েছিলেন কলেজে পড়াকালীন তাই তিনি মডেলিংয়ের চেষ্টা করেন। তিনি যখন ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে পড়ছেন তখন তিনি মডেলিংয়ের চেষ্টা করেছিলেন বলে জানান। এর জন্য তাঁর মা তাঁকে ৪০ হাজার টাকা দেন পোর্টফোলিও বানানোর জন্য। নয়ডার একটি স্টুডিও থেকে তখন তাপসী তাঁর পোর্টফোলিও বানান। এরপর এক ফটোগ্রাফার তাঁকে ডেকে পাঠান একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য। তিনি সেই শ্যুট দুটো করেনও। এক একটি শ্যুটের জন্য ৪০০০-৫০০০ টাকা পান তখন তিনি।
এরপর অভিনেত্রী জানান তিনি অধিকাংশ সময়ই জামা কাপড় বা এই ধরনের জিনিসের বিজ্ঞাপনের কাজ পেতেন। কিন্তু শাড়ির বিজ্ঞাপন? এই বিষয়ে তিনি লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘আসলে আমার প্রথম শাড়ির শ্যুট ছিল একজন বিখ্যাত ডিজাইনারের সঙ্গে। কিন্তু আমাকে বাতিল করে দেওয়া হয়েছিল।’
কিন্তু কোন ডিজাইনার এমন করেছিলেন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এখন তাঁর নাম করতে পারি। সেটা সত্য পলের একটি ক্যাটালগ শ্যুট ছিল। ওঁদের শাড়ির জন্য একজন মডেলের প্রয়োজনীয়তা ছিল। তখন একমাসও হয়নি যে আমি আমার পোর্টফোলিও বানিয়েছি। তখন সবে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি আমি। ওঁদের তাই মনে হয় শাড়ির মডেলে হিসেবে আমি খুবই ছোট। ওঁরা এমন কাউকে চাইছিল যাঁকে একজন মহিলার মতো দেখতে।’
মডেলিংয়ের বিষয়ে তাপসী এর আগেও নিজের মতামত জানিয়েছেন। ২০১৬ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এখানে তোমায় পুরো একটা জিনিসের মতো ট্রিট করবে। যেমন একটা শোরুমে গিয়ে তুমি ১০টা জিনিস ট্রাই করে ঠিক করো কোনটা নেবে, তেমনই এখানে ১০-১৫ জন মডেল নিজেদের দেখায় এবং একজন ব্যক্তি সিদ্ধান্ত নেন।’
আগামীতে অভিনেত্রীকে শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ছবি ডাঙ্কিতে দেখা যাবে। এই ছবিটি ২২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, রাজকুমার হিরানি ফিল্মস এবং জেআইও স্টুডিও এটার প্রযোজনা করেছে।
For all the latest entertainment News Click Here