নারীপাচার চক্রে শ্রাবন্তী! নিজের বিরুদ্ধে কোন লড়াইয়ে নামলেন অভিনেত্রী?
‘কাণ্ড’ যেন আর পিছু ছাড়ছে না টলিউডের। এতদিন নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম থাকার পর জানা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি নারীপাচার চক্রের যোগ রয়েছে। কী চমকে উঠলেন? না, না ঘাবড়াবেন না। বাস্তবে এসব কিছুই হয়নি। যা হয়েছে পর্দায়। আসলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি নতুন ছবি নিয়ে আসতে চলেছেন নাম সাদা রঙের পৃথিবী। সেখানেই তাঁকে প্রথমবারের জন্য দ্বৈত চরিত্রে দেখা যাবে।
সাদা রঙের পৃথিবী ছবির শ্যুটিং হল বেনারসে। ইতিমধ্যেই সেখানে এই ছবির টিম পৌঁছে গিয়েছে। বুধবার, ২২ মার্চ সেখানে হাজির হয়েছে সাদা রঙের পৃথিবীর দল। কাজ শুরুর আগে বিশ্বনাথ মন্দিরে দেওয়া হয় পুজোও। তারপর শুরু করা হয় এই নতুন ছবির শ্যুটিং।
এখানে চমক হিসেবে যে কেবল শ্রাবন্তীকে অন্য রূপে দেখা যাবে এমনটা নয়। এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন তৃণমূল নেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই ছবিতে অন্যান্য ভূমিকায় আছেন অরিন্দম শীল, দেবলীনা কুমার সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ।
কোন গল্প ফুটে উঠবে সাদা রঙের পৃথিবীতে?
বেনারসের এক বিধবাদের আশ্রমকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। এই আশ্রম থেকেই লুকিয়ে চলছে নারীপাচার। আর গোটা বিষয়ের কান্ডারী হলেন খোদ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এখানে তাঁর চরিত্রের নাম ভবানী। তিনি এই নারীপাচার কাণ্ডের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ফলে বুঝতেই পারছেন এই ছবিতে তাঁকে প্রথমবারের জন্য নেগেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে। দর্শকরা কখনই তাঁকে আগে এই রূপে দেখেননি। পাশাপাশি তিনি এখানে দ্বৈত চরিত্রেও অভিনয় করবেন। শিবানী নামে আরও একটি চরিত্রে তিনি এখানে অভিনয় করবেন। ভবানীর ভন্ডামি নাশ করবেন তিনিই।
এখন সেখানেই এই ছবির শ্যুটিং চলছে। এই ছবির পরিচালনা করছেন রাজশ্রী দে।
For all the latest entertainment News Click Here