নারিন-রাসেল তো আছেন, দলে এলেন গাপ্তিল-জাম্পা! দেখে নিন কেমন হল শাহরুখ খানের LAKR
২০১২ এবং ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। সেই গৌরবকেই এগিয়ে নিয়ে যেতেই বিশ্বের বিভিন্ন লিগে তারা নাম লিখিয়েছে। ক্যারেবিয়ান লিগেও নাইটদের লড়াই সকলেরই জানা। এবার শাহরুখ খানের দল মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছে। ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। টুর্নামেন্টের অভিষেক মরশুমেই শাহরুখ খানের নাইট দলকে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স নামে খেলতে দেখা যাবে। তবে নাম অন্য হলেও নিজেদের IPL সাফল্যের প্রতিলিপি MLC-তেও বজায় রাখতে চাইবে নাইট রাইডার্স।
সেই কারণেই নিজেদের দলকে শক্তিশালী করে নিয়েছে তারা। এমএলসি-র উদ্বোধনী মরশুমের জন্য আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন এবং জেসন রয়কে সই করিয়ে নিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সের এই খেলোয়াড়দের ছাড়াও, শাহরুখ খানের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা, নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপ্তিল এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিলি রসউকেও নিজেদের দলে নিয়েছে। এছাড়া তারা নিজেদের স্কোয়াডে ভারতীয় খেলোয়াড় উনমুক্ত চাঁদ, মার্কিন যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রা এবং আলি খানকেও নিয়েছে রয়েছে। মালহোত্রা আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারার জন্য পরিচিত।
গত মাসে, রয় এই গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রের এমএলসি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বর্ধিত চুক্তির সমাপ্তিতে সম্মত হয়েছিলেন। তিনি কেকেআর-এর আইপিএল ২০২৩-এ বদলি খেলোয়াড় হিসাবে যুক্ত হয়েছিলেন। আন্দ্রে রাসেল ও সুনীল নারিন সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএলটি-২০-তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মাঠে নামে।
চলুন দেখে নেওয়া যাক শাহরুখ খানের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের স্কোয়াড:
চুক্তিবদ্ধ আন্তর্জাতিক খেলোয়াড়: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পা, জেসন রয়, লকি ফার্গুসন, মার্টিন গাপ্তিল, রিলি রসউ
ড্রাফ্ট থেকে তোলা খেলোয়াড়: আলি খান, আলি শেখ, ভাস্কর ইয়াদরাম, কর্ন ড্রাই, জাসকরণ মালহোত্রা, নীতীশ কুমার, সাইফ বদর, শ্যাডলি ভ্যান শালকওয়াইক, উনমুক্ত চাঁদ
For all the latest Sports News Click Here