নায়ককে আচমকা ‘খলনায়ক’ বানিয়ে কপাল পুড়ল আলতা ফড়িং-এর! এবার কী হবে?
নতুন ধারাবাহিক আসা মানেই ধারাবাহিকের টাইম স্লটে ব্যাপক রদবদল। স্টার জলসায় ‘মেয়েবেলা’ আসছে। ফলে কপাল পুড়ছে দুটি ধারাবাহিকের। মাত্র ৭ মাসের মাথায় বন্ধ হতে চলেছে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক। টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা আর প্রতীককে নিয়ে কাজ শুরু হলেও, সেভাবে জায়গা করতে পারেনি দর্শক মনে। টিআরপি কম থাকায় বন্ধ হতেই হল।
আরেক যে ধারাবূাহিকের কপাল পুড়ল তা হল আলতা ফড়িং। যদিও বন্ধ হচ্ছে না এই ধারাবাহিকটি। শুধু সময় পরিবর্তন হচ্ছে। সন্ধ্যা সাড়ে সাত-টার স্লটে আর দেখা যাবে না ‘আলতা ফড়িং’। ২৩শে জানুয়ারি থেকে সন্ধ্য়া সাড়ে ছ’টার সময় আসবে ব্যাঙ্কবাবু আর ফড়িং-এর গল্প। আরও পড়ুন: রাহুল-আথিয়ার বিয়ের অতিথি কারা? ১০০ জনের তালিকায় প্রথমেই থাকছেন…
আসলে গত কয়েক সপ্তাহ ধরে ট্রোলের মুখে পড়তে হয়েছিল ‘আলতা ফড়িং’-কে। হিরোকে ভিলেন বানানোয় তোপের মুখে পড়তে হয় নির্মাতাদের। ভাসুররের সঙ্গে নায়িকার বিয়ে, ফড়িংকে হঠাৎ করে প্রেগন্যান্ট দেখিয়ে দেওয়া, এসব হঠাৎ নাটক মেনে নিতে পারেনি দর্শকরা। যার প্রভাব পড়তে থাকে টিআরপি-তেও। আরও পড়ুন: মেয়ে ভামিকার এই জিনিস দখল করে নিলেন অনুষ্কা? ফোটো শেয়ার হতেই ভাইরাল
আপাতত সন্ধ্যা সাড়ে সাত-টার স্লট মেয়েবেলার দখলে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। বাড়ির মেয়েদের নিয়ে গল্প এমনিতেই খুব পছন্দ করেন দর্শক। তারওপর বড় পরদায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ধারবাহিকের ট্রেলার নজরকাড়া। নতুন এই মেগাতে শাশুড়ি-বৌমার ভূমিকায় রয়েছেন রূপা–স্বীকৃতি মজুমদার। পাশাপাশি এখানে একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী দেবপর্ণার। স্বীকৃতির বিপরীতে রয়েছেন ‘বসন্তবিলাস মেসবাড়ি’ খ্যাত অর্পণ ঘোষাল। চিত্রা সেনকে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়ের শাশুড়ির ভূমিকায়। তিন প্রজন্মের তিন ‘বাড়ির বউ’-এর গল্প দেখবে দর্শক।
গত পাঁচ বছর ধরে রাজনীতির আঙিনাতেই ব্যস্ত ছিলেন রূপা, তবে এবার বিজেপি নেত্রী ফিরছেন বিনোদনের দুনিয়ায়। উত্তর কলকাতায় মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে। তবে সেদিক থেকে দেখতে গেলে মেয়েবেলা মুখোমুখি হবে টিআরপি তালিকায় সেরা তিনে থাকা গৌরী এলো। গৌরীকে টক্কর দিয়ে টিআরপি-তে জায়গা করে নেওয়া খুব একটা সহজ হবে না মেয়েবেলার জন্য়ও।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here