নাম শুনলেও ভিকিকে চিনতেন না ক্যাটরিনা! কার জন্য প্রেমটা হল জানেন?
চুটিয়ে প্রেম করলেন। দীর্ঘ দিন একসঙ্গে থাকলেন। ধুমধাম করে সাত পাক ঘুরে সংসারও সাজিয়েছেন। অথচ এক সময়ে বরকে চিনতেনই না ক্যাটরিনা কইফ। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর আড্ডায় এমনই তথ্য ফাঁস করেছেন ভিকি-পত্নী।
ক্যাটরিনা বলেন, ‘আমি ওর (ভিকির) বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। ওর নাম শুনেছিলাম কিন্তু আলাপ হয়নি কখনও। কিন্তু যখন দেখা হল, আমার মন জয় করে নিল।’
জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। পরবর্তীতে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের ঝুলি উপুড় করেছিলেন অভিনেত্রী।
ক্যাটরিনার কাছে যেন সবটাই স্বপ্ন। তাঁর কথায়, ‘এটাই আমার ভাগ্য। আমাদের সম্পর্কটা হওয়ারই ছিল। এক সময় এত কাকতালীয় ঘটনা ঘটেছে যে পুরো বিষয়টি অবাস্তব মনে হত।’
ভিকি-ক্যাটিনার ‘ভিক্যাট’ হয়ে ওঠায় করণের অবদান কিছু কম নয়। অতীতে ‘কফি উইথ করণ’-এ ভিকির প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। বলেছিলেন, পর্দায় ভিকি তাঁর সঙ্গে মানানসই। এর পরেই স্বঘোষিত ঘটকের কাজটা দায়িত্ব নিয়ে করে ফেললেন পরিচালক-প্রযোজক। ভিকি যখন তাঁর অনুষ্ঠানে এলেন, ক্যাটরিনার সেই বার্তা করণই তাঁর কাছে পৌঁছে দিয়েছিলেন। ভিকিও সে কথা শুনে আহ্লাদে আটখানা! ক্যাটরিনার নায়ক হবেন ভেবেই আনন্দে লুটিয়ে পড়েছিলেন অনুষ্ঠানের বহুমূল্য সোফায়।
(আরও পড়ুন: রাতে না, দিনে ফুলশয্যা হয়েছিল ভিকির সঙ্গে? করণ জোহরকে তেমনই বললেন ক্যাটরিনা)
গত বছর ৯ ডিসেম্বর বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘুরেছিলেন দুই তারকা। তাঁদের বিশেষ দিনের সাক্ষী ছিলেন কাছের মানুষরা। বেশ কয়েকজন বলিউড তারকাও আছে সেই তালিকায়।
(আরও পড়ুন: ‘ওরা আমার আর ভিকির অওকাতের বাইরে’, দীপিকা ও ক্যাটরিনাকে বিয়ে প্রসঙ্গে রণবীর)
আপাতত দু’জনেই ব্যস্ত কাজ নিয়ে। ভিকির হাতে আছে ‘স্যাম বাহাদুর’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’, ‘গোবিন্দ মেরা নাম’-এর মতো ছবি। ক্যাটরিনার ঝুলিতে রয়েছে ‘ফোন ভূত’, ‘জি লে জারা’, ‘মেরি ক্রিসমাস’, ‘টাইগার ৩’।
For all the latest entertainment News Click Here